চাকরির-খবর

কেন্দ্রীয় সংস্থা IISER কলকাতায় কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা Indian Institute of Science Education and Research এর তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন। এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগের বিষয়ে আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (IISER Kolkata Recruitment 2023)

পদের নাম:

Lab Attendant

কোন বিভাগে নিয়োগ:

কলকাতার এই প্রতিষ্ঠানে Biological Sciences Department এর তরফে নিয়োগ করা হবে।

অনুদান কারা দেবেন?

Department of Biotechnology এর তরফে অনুদান প্রদান করা হবে।

প্রকল্পটির নাম:

Assessing the Immuno-therapeutic Potential of the type three Interferons-IFNS against Avian Influenza Virus (AIV) Infection in Murine and Chicken Models

আবশ্যিক যোগ্যতা:

আবেদনকারীদের গবেষণাগারে মুরগি এবং ইদুঁর (Chicken and Mice) নিয়ে কাজ করার অভিজ্ঞতা (Experience) থাকা প্রয়োজন।

বিঃ দ্রঃ: প্রার্থীদের কাজের প্রয়োজনে অন্যত্র যাতায়াত করতে হতে পারে।

বেতন:

নিযুক্ত প্রার্থীকে মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট ইমেল (Email) মারফত নিজেদের জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

প্রার্থীদের ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন এর তারিখ:

আগামী ৩ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে হলে প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখে নিতে হবে।

Important Link: 

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker