সিম কার্ড নিয়ে কেন্দ্রের নতুন নিয়ম, না মানলে দিতে হবে ১০ লক্ষ টাকা জরিমানা।
ভুয়ো সিম ব্যবহার করে অনেকেই জালিয়াতি করে থাকেন গ্রাহকদের সাথে। এবার ডিজিটাল জালিয়াতি ঠেকানোর জন্য নতুন পদক্ষেপ নিল কেন্দ্র সরকার(Central Government)। যে সমস্ত ডিলাররা সিম বিক্রি করেন, তাদের ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হলো। তাছাড়া বাল্ক কানেকশন দেওয়ার নিয়ম ও বাতিল করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
দেশ যত ডিজিটাল হচ্ছে, তত বাড়ছে সাইবার জালিয়াতির(Cyber Scam) ঘটনা। এরকম জালিয়াতি আটকানোর জন্য অনেক রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন ডিজিটাল জালিয়াতি আটকানোর জন্য সিম কার্ড বিক্রিকারী ডিলারদের ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে(Sim Card Rules)। তাছাড়া বাল্ক কানেকশন(Bulk Sim Connection) দেওয়ার নিয়মও বাতিল করা হয়েছে। এবার থেকে সিম কার্ড ডিলারদের পুলিশ ভেরিফিকেশন(Police Verification) করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সিম কার্ড ডিলারদের ভেরিফিকেশন লাইসেন্স দেওয়া সংস্থা বা টেলিকম অপারেটর করবে। ভেরিফিকেশন না থাকলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা(10 Lakh Penalty For Sim Card Distributors) করা হবে। আধার কার্ডের অপব্যবহার আটকানোর জন্য সরকার জনসংখ্যার বিবরণ ক্যাপচার বাধ্যতামূলক করেছে। আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করতে হবে এর জন্য।
তিনি জানিয়েছেন বর্তমানে সারাদেশে প্রায় ১০ লক্ষ সিম কার্ড ডিলার রয়েছেন। তাদের ভেরিফিকেশন এবং লাইসেন্সের জন্য যথেষ্ট সময় দেওয়া হবে। এছাড়া সিম কার্ড বন্ধ করার নিয়মেও নতুন পরিবর্তন আনা হয়েছে।।
টেলিকমিউনিকেশন বিভাগ(Telecommunication Department, India)থেকে জানানো হয়েছে সিমকার্ড তোলার জন্য এবার থেকে আর আধার কার্ডের প্রয়োজন হবে না। যে কোন আইডি প্রুফ ব্যবহার করেই সাধারণ মানুষ সিম তুলতে পারবেন।
একটি সিমকার্ড বন্ধ হওয়ার ৯০ দিন পর্যন্ত অন্য কোন ব্যবহারকারীকে সেই নম্বরটি ইস্যু করা যাবে না। সিম বদলানোর জন্য সম্পূর্ণ কেওয়াইসি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়া করাকালীন ২৪ ঘন্টার জন্য আউটগোয়িং কল এবং ইনকামিং মেসেজ পরিষেবা বন্ধ থাকবে।
পয়েন্ট অফ সেলের(POS) জন্য যাচাই করবে টেলিকম অপারেটর। মূলত জাল সিম কার্ড ইস্যু করা বন্ধ করতে কেন্দ্র সরকারের তরফে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। কোন পয়েন্ট অফ সেল বেআইনি কার্যকলাপের সাথে জড়িত বলে প্রমাণিত হলে সেটি বন্ধ করে দেওয়া হবে এবং তিন বছরের জন্য তা ব্লক করা হবে।
চলতি বছরের মে মাস থেকে এখনো পর্যন্ত প্রায় ৬৭ হাজার সিম ডিলারকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এবং ৩০০ টি এফ আই আর নথিভুক্ত করা হয়েছে তাদের নামে।