খবরটেকনোলজি

BSNL Recharge Plan: নতুন সস্তা প্ল্যানে পাচ্ছেন অনেকদিনের ভ্যালিডিটি ও আরো অনেক সুবিধা।

ভারতের একমাত্র সরকারি টেলিকম সংস্থা হলো বিএসএনএল(BSNL)। যদিও অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলির থেকে কয়েকগুণ পিছিয়ে আছে এই সংস্থা। তবে অন্যান্য সংস্থার থেকে অনেক সস্তার প্ল্যান নিয়ে উপস্থিত হয় এই সংস্থাটি।

বর্তমানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের সুবিধার জন্য জনপ্রিয়তা লাভ করছে ব্যাপকভাবে। কিন্তু BSNL অত্যাধুনিক পরিষেবার নিরিখে পিছিয়ে পড়ার কারণেই গ্রাহক সংখ্যার নিরিখে ও জনপ্রিয়তার নিরিখে তাদের পিছিয়ে পড়তে হচ্ছে। তবে এবার ‘সস্তায় পুষ্টিকর’ কিছু প্ল্যান নিয়ে BSNL হাজির হচ্ছে দরবারে।

৩৯৯ টাকার প্ল্যান:
BSNL এর মাত্র ৩৯৯ টাকার প্ল্যানে আপনি এবার থেকে পেয়ে যাবেন অনেক সুবিধা। অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় এই সস্তার প্ল্যানে BSNL দিচ্ছে অনেক বেশি সুবিধা।

কল ভ্যালিডিটি:
৩৯৯ টাকার এই প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাচ্ছেন ৬৫ দিনের ভ্যালিডিটি। পেয়ে যাচ্ছেন ভারতের মধ্যে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ।

ডেটা:
গ্রাহকেরা পেয়ে যাচ্ছেন হাইস্পিড ১০ জিবি ডেটা। ইচ্ছেমতো নিজের কাজে ব্যবহার করুন।

SMS:
৩০০টি sms এর সাথেই পেয়ে যাচ্ছেন আপনি। তবে এসএমএস ভ্যালিডিটি পাওয়া যাবে ৭৫ দিনের জন্য অর্থাৎ নরমাল ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও এসএমএসের সুবিধা পাবেন।

যেখানে অন্যান্য সকল টেলিকম সংস্থাগুলিতে ২৫০ টাকা বা তারও বেশি টাকা রিচার্জ করলে মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি দেওয়া হয় সেখানে এনেক সস্তায় বিএসএনএল দিচ্ছে এত সুবিধা। যদিও BSNL কবে 4G আনবে সেই নিয়ে এখনো গ্রাহকের মধ্যে চিন্তা ভাবনার শেষ নেই। তবে সূত্র অনুযায়ী, খুব শীঘ্রই এই পরিষেবা নিয়ে আসবে BSNL!

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker