খবরশিক্ষার খবর

আপাতত স্থগিত হলো ডি.এল.এড পরীক্ষা। নীরব পর্ষদ!

২০২১-২০২৩ সালের ব্যাচের ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed) পার্ট-১ পরীক্ষা মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড “অনিবার্য পরিস্থিতির” কারণে স্থগিত করেছে।

৯ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাইল্ড স্টাডিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ (এল-১)-৯ মার্চ, ইংরেজি ও পরিবেশ বিজ্ঞান-১০ মার্চ এবং গণিত পরীক্ষা-১১ মার্চ হবার কথা ছিলো। পর্ষদ থেকে জানানো হয়েছে যে, একটি নতুন ও সংশোধিত সময়সূচী শীঘ্রই প্রকাশিত করা হবে ও শিক্ষার্থীদের সেই বিষয়ে অবহিত করা হবে।

এদিকে মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগের সপ্তম পর্বের ইন্টারভিউ ও যোগ্যতা পরীক্ষার তারিখও প্রকাশ করেছে বোর্ড। সপ্তম দফার ইন্টারভিউ হবে বীরভূমে। বীরভূম জেলার প্রার্থীদের জন্য ১৩ই মার্চ থেকে ১৫ই মার্চ পর্যন্ত সপ্তম পর্বের ইন্টারভিউ পরিচালিত হবে।

কী কী তথ্য লাগবে সেটিও বলা হয়েছে পর্ষদের তরফে। তথ্যগুলি হলো:
i) প্রার্থীদের শিক্ষক যোগ্যতা পরীক্ষার অর্থাৎ TET পরীক্ষার প্রবেশপত্র
ii) TET যোগ্যতার নথি
iii)ভোটার বা আধার কার্ড
iv) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
v) উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্তকিছু নথির আসল এবং একটি করে ফটোকপি সহ ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হতে বলা হয়েছে।

২০২২ এর নিয়োগ প্রক্রিয়ার জন্য রাজ্যব্যাপী মেধা তালিকা পরে প্রকাশিত হবে। নিয়োগ বিধিতে থাকা প্রতিটি বেঞ্চমার্কের মূল্যায়নও পরেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker