শিক্ষার খবর

Food SI 2023: কবে থেকে শুরু হবে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের ফর্ম ফিলাপ? জানুন।

বহুদিন ধরেই পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীরা খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর (Food SI) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার অপেক্ষা করে আসছেন। অবশেষে চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের চাকরি প্রার্থীদের সুখবর দিয়ে বলা হয়েছিল যে ফুড সাব ইন্সপেক্টর এ নিয়োগ হবে। সেই মর্মে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) পক্ষ থেকে একটি প্রাথমিক নোটিফিকেশন(Food SI Notification) প্রকাশ করা হয়।

পাবলিক সার্ভিস কমিশন(West Bengal Public Service Commission) জানায় যে একগুচ্ছ শূন্যপদে ফুড এস আই নিয়োগ করবে রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের গ্রেড ৩ এ নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। তবে চাকরি প্রার্থীরা কবে থেকে আবেদন করতে পারবেন এই চাকরির জন্য, সেই বিষয়ে কোন কিছু স্পষ্ট ভাবে প্রকাশ করা হয়নি সেই সময়।

ধারণা করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election 2023) জন্যই থমকে রয়েছে ফুড এস আই পদে নিয়োগের প্রক্রিয়া। ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ভোটের ফলাফল (Panchayet Election Result 2023) বেরোবে আগামী ১১ জুলাই। তাই নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি চরমে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি(Food SI Official Notification 2023)প্রকাশ না হওয়ায় চিন্তায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। এর আগে শোনা গিয়েছিল যে, জুন মাসের মধ্যে ফুড এস আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে প্রকাশ করা হবে। তবে গোটা জুন মাস পেরিয়ে গেলেও সেই বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কবে নোটিফিকেশন বেরোবে তার দিন গুনছেন চাকরি প্রার্থীরা।

যারা ফুড SI চাকরির পরীক্ষায় বসবেন, তারা তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বহুদিন ধরে। মূলত লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হয়। অংক এবং সাধারণ জ্ঞানের উপরে অবজেক্টিভ ভিত্তিক প্রশ্ন করা হয় এই পরীক্ষাতে।

আশা করা যাচ্ছে যে পঞ্চায়েত ভোটের ঝামেলা মিটে গেলেই ফুড এস আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন। তারপরেই চাকরিপ্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker