শিক্ষার খবর

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পেশাদার কোর্স করার সুযোগ, জানুন বিস্তারিত।

স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীদের পেশাদারী ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য রাশিবিজ্ঞান, আয়কর, ব্যাংকিং সম্পর্কিত বিষয়ে মোট ছয়টি কোর্স করানো হবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পেশাদার কোর্স করার সুযোগ মিলবে স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীদের। এই মর্মে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মূলত শিক্ষার্থীদের বিভিন্ন পেশাদারী দক্ষতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণের(NSOU Courses 2023) আয়োজন করা হয়েছে। এখনকার সময়ে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পেশাদারী দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য। এজন্য এরকম কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স শিক্ষার্থীদের জন্য। শুধুমাত্র নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম প্রশিক্ষণ চালু করা হয়েছে। জেনে নিন এই কোর্সের (NSOU Courses) ব্যাপারে বিস্তারিত।

কোন কোন বিষয়ে কোর্স করানো হবে?

‘পার্সোনাল ইনকাম ট্যাক্স: প্ল্যানিং অ্যান্ড ফাইলিং’,
‘রিসোর্স অ্যাক্সেস ম্যানেজমেন্ট’
‘লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি’
স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাপ্লায়েড ইকোনোমেট্রিক্স’,
‘ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স’,
‘চাইল্ড অ্যাডোলেসেন্ট গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং’

কোর্স এর মেয়াদ কতদিন?

মোট ছয় মাস ধরে প্রতিটি বিষয়ে কোর্স(Netaji Subhas Open University Skill Development Courses) করানো হবে। কোর্স শেষ হবার পর একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে মিলবে শংসাপত্র বা সার্টিফিকেট।

কোর্স ফি কত?

বিষয়ের ভিত্তিতে ৩০০০-৭০০০ টাকা জমা দিতে হবে।

কোর্সে ভর্তির যোগ্যতা কি?

স্নাতক স্তরে পাঠরত বা স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারা এই কোর্সের জন্য আবেদন জানাতে পারেন। বেশ কয়েকটি বিভাগে আবেদন জানানোর জন্য তাদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই একবার চেক করে নেবেন।

আবেদনের শেষ তারিখ কবে?

প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে আগামী ১৫ই ডিসেম্বর এর আগে আবেদন পত্রটি পূরণ করে জমা দিতে হবে। তবে তার আগে অবশ্যই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশনটি দেখে নেবেন।

Official Website: Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker