শিক্ষার খবর

প্রথম চেষ্টাতেই UPSC ক্র্যাক ২১ বছরের সক্ষম গোয়েলের, যোগদান করলেন IAS হিসাবে।

ভারতের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম একটি পরীক্ষা হলো ইউপিএসসি পরীক্ষা (UPSC Exam) প্রতিবছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই পরীক্ষাটি আয়োজন করা হয়। সারা দেশ থেকে কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এই পরীক্ষার সিলেবাস অনেকটাই কঠিন হয়, যার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব একটা সহজ কথা নয়।

তবে এই অসম্ভবকেই সম্ভব করিয়ে দেখিয়েছেন মাত্র ২১ বছর বয়সের সক্ষম গোয়েল। বর্তমানে তিনি ২১ বছর বয়সেই হয়েছেন আইএএস অফিসার, চমকে দিয়েছেন গোটা দেশকে। গোটা দেশে তিনি ২৭ রাঙ্ক করেছেন। তাও তিনি একেবারে প্রথম চেষ্টাতেই কোন রকম কোচিং ছাড়াই সাফল্য অর্জন করেছেন

সক্ষম গোয়েলের বাড়ি উত্তরপ্রদেশের আগ্রায়। ২০১৫ সালে তিনি সেন্ট কনরেডস ইন্টার কলেজ থেকে দশম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর দিল্লির বসন্তকুঞ্জের ডিপিএস অফিস থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ শেষ করেন 2017 সালে। এরপর তিনি দিল্লি সেন্ট স্টিফেন্স কলেজে পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনোমিক্স বিষয়ে স্নাতক হন।

ডিগ্রি অর্জন করার পর থেকেই তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। কোন রকম কোচিং ছাড়া সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি প্রাথমিক প্রস্তুতি ও পড়াশোনা শুরু করেন। অনলাইনে ভিডিও দেখে তিনি রুটিন মাফিক বিভিন্ন রকম নোটস বানাতেন, তার সাথে চলত কঠিন পরিশ্রম এবং কঠিন অধ্যবসায়।

প্রথম চেষ্টাতেই তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি রাজস্থানের চুরুতে আইএএস(IAS) প্রশিক্ষণ প্রার্থী হিসেবে রয়েছেন। কোনরকম কোচিং ছাড়া শুধুমাত্র নিজের উদ্যোগের জন্যই যে এত বড় সাফল্য অর্জন করা যায়, তা তিনি প্রমাণ করে দেখিয়েছেন

তারে সাফল্যের কাহিনী পৌঁছে গিয়েছে সারা ভারতের বিভিন্ন প্রান্তে। বহু ছাত্র-ছাত্রীরা তাকে আদর্শ মনে করে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে আরো জোর দিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker