শিক্ষার খবর

Summer Vacation: গরমের জন্য স্কুল কলেজে ছুটির বিজ্ঞপ্তি জারি হলো রাজ্যে, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য নির্দেশিকা।

গ্রীষ্মের দাবদাহ ক্রমশ বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রী সেন্টিগ্রেডেরও বেশি। এমন অবস্থায় ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া বেশ সমস্যার। তাছাড়া শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও যে কোন রকম বিপদের মধ্যে পড়তে হতে পারে তাপপ্রবাহের কারণে। রবিবার বিকাশ ভবন এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, তাপ প্রবাহের কারণে আগামী ১৭ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি এবং কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত স্কুল গুলি বন্ধ থাকবে আপাতত এক সপ্তাহের জন্য। (Summer Vacation)

রবিবার সকালে এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছিলেন। তারপরেই বিকাশ ভবনের তরফ থেকে ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

আপাতত চলতি সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত ছুটি থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। ছুটি সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে স্কুল এবং কলেজের অধ্যক্ষ এবং উপাচার্যদের। তবে রাজ্যের দার্জিলিং এবং কালিম্পং জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকছে না।

বিকাশ ভবনের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, আপাতত এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকছে ঠিকই। তবে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলগুলি ছুটি থাকবে।

ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনাতে পিছিয়ে না পড়ে, সেই জন্য স্কুল খোলার পর পড়ুয়াদের স্বার্থে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অতিরিক্ত ক্লাস করানোর ব্যবস্থা করার নির্দেশিকা দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে।

স্কুলের পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি, কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত , বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি ছুটি থাকবে। আগামী ১৭ এপ্রিল সোমবার থেকে ছুটি চলবে গোটা সপ্তাহ। এবং পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি ছুটি থাকবে।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ-ছ দিন তাপপ্রবাহের হার বাড়বে। এই সময়ের মধ্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যাতে কোনরকম সমস্যার মধ্যে না পড়তে হয়, সে কথা ভেবেই বিকাশ ভবনের তরফ থেকে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker