HS Exam: উচ্চমাধ্যমিক পরীক্ষায় টুকলি ঠেকাতে নতুন যন্ত্র আনছে পর্ষদ, কীভাবে এটি কাজ করবে জানুন
জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা উচ্চমাধ্যমিকে (HS Exam) টুকলির বাড়বাড়ন্ত ঠেকাতে এবার নয়া পন্থা বেছে নিলো পর্ষদ। উচ্চমাধ্যমিক পরীক্ষায় কড়াকড়ি নিরাপত্তা তো আছেই, তার সাথেই সমস্ত কেন্দ্রে ব্যবহার করা হবে নতুন এক যন্ত্রের। কোনো পরীক্ষার্থীর কাছে কোনোরকম ইলেক্ট্রনিকস্ যন্ত্র আছে কিনা, তা ধরা যাবে এই যন্ত্রের সাহায্যে।
উচ্চমাধ্যমিকের পরীক্ষার কেন্দ্রগুলিতে প্রথমেই মোবাইল ফোন নিয়ে যেতে কড়া ভাবে বারণ করে দেওয়া হয়েছে। তবু যদি কেউ সবার নজর এড়িয়ে কোনোরকম ইলেক্ট্রনিক্স জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করে তাহলেই ধরে ফেলবে এই অত্যাধুনিক যন্ত্রটি; যার নাম আরএফডি (RFD)!
আগামী ১৪ই মার্চ থেকে শুরু হয়ে ২৭শে মার্চ অবধি চলবে পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টাই ও শেষ হবে দুপুর ১টা ১৫ অবধি। পরীক্ষা শুরুর একঘন্টা অতিক্রম হবার আগে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবেন না এবং দুপুর ১২টা ৪৫ এর আগে কোনো পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে বেরোতে পারবেন না।
গত বছরের তুলনায় এবছরের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী বেশি। এবছরের পরীক্ষার্থীর সংখ্যা মোট ৪ লক্ষ ৫২ হাজার, যা গত বছরের তুলনায় ১ লক্ষ ১০ হাজার জন বেশি।
ইতিমধ্যেই প্রায় ২৬০টি পরীক্ষার কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে এবং এই কেন্দ্রগুলির প্রতিটিতে থাকবে মেটাল ডিটেক্টর। এছাড়াও এই কেন্দ্রগুলি সমেত প্রতিটি কেন্দ্রতে করা হবে তল্লাশি। এসবের নজর এড়িয়ে যদি কোনো পরীক্ষার্থী কোনোরকম ইলেক্ট্রনিক্স জিনিস নিয়ে প্রবেশ করে, তাহলেই ধরে ফেলবে RFD!
পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল যে কোনো পরীক্ষার্থী যদি মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন তাহলে বাতিল হবে তার রেজিস্ট্রেশন! এতকিছু সতর্কতা থাকা সত্ত্বেও কেউ মোবাইল বা ইলেক্ট্রনিক্স কোনো যন্ত্র নিয়ে প্রবেশ করে ও ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও প্রতি বছরের ন্যায় এবছরেও গন্ডগোল এড়াতে পরীক্ষার হল সংলগ্ন গোটা এলাকার নেটওয়ার্কও বন্ধ রাখা হয়েছে পরীক্ষার সময়ে।
তবে এরকম আধুনিক যন্ত্র তাও আবার রাজ্যস্তরের কোনো পরীক্ষায়, এই প্রথম। এই প্রথমবার ‘রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর’ বা আরএফডি (RFD) ব্যবহার করতে চলেছে পর্ষদ।
-Written by Riya Ghosh