শিক্ষার খবর

UPSC Examination: ২০২৪ সালের আগত ইউপিএসসি পরীক্ষার দিন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা কমিশনের।

Union Public Service Commission অর্থাৎ UPSC পরীক্ষা পরের বছর অর্থাৎ ২০২৪ সালে কবে হতে চলেছে তা নিয়ে একটি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে UPSC! কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in -এ সিভিল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছেন আধিকারিকরা ইতিমধ্যেই।

এই পরীক্ষায় ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইট খুলে খুব সহজেই তা দেখতে পারবেন। এই প্রসঙ্গে পরীক্ষার্থীদের জানিয়ে রাখি যে UPSC -এর সিভিল সার্ভিস এই পরীক্ষা প্রধানত তিনটি ধাপে সম্পূর্ণ হয়। ধাপগুলি হলো যথাক্রমে:
i) Preliminary
ii) Mains
iii) Interview or Personality Test

২০২৪ সালের UPSC পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ Preliminary আয়োজিত হবে ২৬শে মে, রবিবার এবং এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে ২০২৪ সালের ১৪ই ফেব্রুয়ারিতে। এই ধাপটি পেরিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা এর পরের ধাপ অর্থাৎ Mains এ অবতীর্ণ হতে পারবেন।

বিশেষত বলে রাখি যে শুধু UPSC এর সিভিল সার্ভিস নয়, বরং UPSC এর ক্যালেন্ডারে Engineering Service Examination, Combined Geo Scientist Examination, Indian Forest Scientist Examination, Combined Medical Service Examination -এই পরীক্ষাগুলিরও তারিখ প্রকাশিত হয়েছে।

প্রতি বছর এই পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। এখন থেকেই তাঁরা নিজেদের প্রস্তুতি নিতে পারবেন। আরো বিস্তারিত জানতে হলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker