শিক্ষার খবর

WB College Admission: ১লা জুলাই থেকে অনলাইনে শুরু কলেজে ভর্তির প্রক্রিয়া। জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি।

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল(Result of Higher Secondary Examination)। এবার কলেজগুলোতে শুরু হবে ভর্তির প্রক্রিয়া(Admission Process)। এবছর ভর্তি হবে অনলাইনে(Online)। অনলাইনে ভর্তি হবে মেধার ভিত্তিতে একথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ভর্তি প্রক্রিয়া শেষ হবার পরেই স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে। (WB College Admission Details)

জানা গেছে যে, অনলাইনে আবেদন (Online Registration) শুরু হবে ১লা জুলাই থেকে ও জানানো হবে ১৫ই জুলাই পর্যন্ত। এরপর কলেজগুলো তার প্রথম মেধাতালিকা (Merit List) প্রকাশ করবে ২০ জুলাইয়ের মধ্যে। আগামী জুলাইয়ের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং আগামী ১লা আগস্ট থেকেই স্নাতক স্তরের সেমিস্টারের ক্লাস (Semester Class of Graduation Level) শুরু হবে।

অনলাইনে ভর্তির আবেদন করবেন কীকরে? আসুন বিস্তারিত জানা যাক!

  • i) ভর্তির আবেদনের জন্য সবার প্রথমে Stand-alone Admission Portal এ যেতে হবে।
  • ii) পোর্টালটিতে গিয়ে নিজেদের সমস্ত জরুরি নথি স্ক্যান করে আপলোড করতে (Scan and Upload the Documents) হবে।
  • iii) কোনোরকম আবেদন মুল্য (Registration Fee) দিতে হবে না।

এই প্রসঙ্গে বলে রাখি যে, পড়ুয়া যখন কলেজে প্রবেশ করবে ক্লাসের উদ্দেশ্যে তখন তাঁর সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হবে। অ্যাডমিশনের সময় দেওয়া নথিপত্রের সঙ্গে যদি এই নথির মিলে কোথাও গরমিল (Mismatch) হয় তাহলে সেই পড়ুয়ার ভর্তি বাতিল হবে।

এছাড়াও কলেজ সূত্রে জানা গিয়েছে যে, কলেজের ফি অনলাইন বা নির্দিষ্ট ব্যাঙ্কের মাধ্যমেই জমা দিতে হবে। ব্যাঙ্কের মাধ্যমে ফি প্রদানের সময় যাচাইয়ের জন্য যোগ্য প্রার্থীদের নাম সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। মেধাতালিকার (Merit List) ভিত্তিতে অ্যাডমিশন ফি পাবে ব্যাঙ্ক। এর আগে যদিও কলেজ থেকে চিঠি অথবা ইমেল অথবা টেলিফোনের (Letter or E-mail or Telephone) মাধ্যমে যোগ্য প্রার্থীদের সুযোগ পাওয়ার কথা জানানো হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, যদি কলেজে ভর্তির প্রক্রিয়া শেষ হবার পরেও কলেজের বিভাগগুলিতে আসন ফাঁকা থাকে তবে কলেজ তার অ্যাডমিশন পোর্টাল চালু (Admission Portal Open) রাখতে পারবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে কলেজটিকে ৩১শে আগস্টের মধ্যে ভর্তির প্রক্রিয়া (Admission Process) সম্পন্ন করতেই হবে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker