
আর যেতে হবে না সল্টলেক, পরীক্ষার হারিয়ে যাওয়া নথি পেতে আবেদন করা যাবে অনলাইনে।
ভুলবশত অনেক সময় আমরা আমাদের মাধ্যমিক(Madhyamik Exam) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার(High Secondary Exam) রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এডমিট কার্ড, মার্কশিট বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলি(HS Lost Document)। অনেক সময় অসাবধানতার বসে এই জিনিসগুলি আমাদের কাছ থেকে কোন না কোন ভাবে চুরি হয়ে যায়। ফলে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। এমন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির ডুপ্লিকেট নথি পাওয়ার জন্য এতদিন পর্যন্ত যেতে হতো সল্টলেকের(Saltlake) সরকারি অফিসে। তবে এই ঝামেলা থেকে এবার মুক্তি। এবার থেকে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথির ডুপ্লিকেট পাওয়ার জন্য অনলাইনেই আবেদন করা যাবে।
এখনকার দিন পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, চাকরি অনেক কিছুই অনলাইনভিত্তিক হয়ে গিয়েছে। কোভিড চলাকালীন পড়াশোনা সম্পূর্ণটাই অনলাইনের আওতায় চলে এসেছিল। স্কুলের গঠন-পাঠন থেকে শুরু করে প্রাইভেট টিউশনও হচ্ছিল অনলাইনের মাধ্যমেই। এবার থেকে যে কোন হারিয়ে যাওয়া পরীক্ষার নথি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থা চালু করেছে সরকার
গত মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিলেন যে, আগামী মাস বা অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে একটি অনলাইন স্টুডেন্ট পোর্টাল চালু করা হবে। এই পোর্টাল এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমস্ত নথির(HS Documents) ডুপ্লিকেট এর জন্য আবেদন করা যাবে।
এতদিন পর্যন্ত সল্টলেকের শিক্ষা সংসদের সরকারি অফিসে গিয়ে ডুপ্লিকেট নথির জন্য আবেদন করতে হতো। তবে নতুন এই সিদ্ধান্তের পর আর তা করার প্রয়োজন নেই। এবার উচ্চমাধ্যমিক সংক্রান্ত যাবতীয় নথির জন্য আবেদন করা যাবে অনলাইনেই।