পুজোর আগেই DA নিয়ে বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।
হাতে মাত্র আর কয়েকদিন, বড় সুখবর পেতে চলেছেন ভারতের সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় দু মাস ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির(Dearness Allowance Hike) ঘোষণার জন্য অপেক্ষা করে আসছেন। তবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের(Central Government) তরফে DA বৃদ্ধি(7th Pay Commission DA and Salary Hike) নিয়ে কোনরকম ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে পুজোর আগেই DA নিয়ে বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। সে ক্ষেত্রে পুজোর আগেই DA নিয়ে বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।
কেন্দ্র সরকারের তরফে প্রতিবছর দুবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। মূলত মূল্যবৃদ্ধি এবং অন্যান্য বিষয়গুলির ওপর ভিত্তি করে মহার্ঘ ভাতা বাড়ানো হয়। প্রথমটি বাড়ানো হয় বছরের শুরু জানুয়ারি মাসে এবং দ্বিতীয়টি হয় বছরের মাঝামাঝি জুলাই মাসে। আগের বছর অর্থাৎ ২০২২ সালের শেষের দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 38% হারে মহার্ঘ ভাতা পেতেন এ বছরের শুরুতে Dearness Allowance বেড়েছিল 4 শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 42 শতাংশ হারে DA পেয়ে থাকেন।
কনজিউমার প্রাইস ইনডেক্স (All India Consumer Price Index) বা AICPI সূচক সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হার নির্ধারণ করে। জুন মাসে AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্র। মে মাসে সূচক ছিল ১৩৪.৭ পয়েন্ট, জুন মাসে ১.৭ পয়েন্টের বৃদ্ধি হয়ে সূচক হয়েছে ১৩৬.৪। মনে করা হচ্ছে যে ৩ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে। সেক্ষেত্রে কর্মীদের মহার্ঘ্য ভাতা পৌঁছাবে ৪৫% এ।
কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা অবশ্য ৪% মহার্ঘভাতা বৃদ্ধির(DA Hike) দাবি জানিয়ে আসছেন। তবে সমস্ত হিসাব এবং বিভিন্ন সূত্রে মারফত পাওয়া খবর অনুযায়ী কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা বাড়াতে পারে ৩ শতাংশ।
আগস্ট মাসের শেষ সপ্তাহ চলছে। আর কয়েকদিন পরেই শুরু হবে সেপ্টেম্বর মাস। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করবে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের নতুন এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের কয়েক কোটি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।