DA

শুধু DA বৃদ্ধি নয়! কর্মীদের আরও দুটো বড়ো গিফট দিচ্ছে সরকার, বিশদে জানুন।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য সুখবর। খুব শীঘ্রই ২টি বড় উপহার পেতে চলেছেন কর্মচারীরা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার কর্মীদের DA অর্থাৎ Dearness Allowance এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা অর্থাৎ Dearness Relief বা DR যথাক্রমে ৪% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এটি যদি বাস্তবায়িত হয় তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের DA একলাফে ৪২ থেকে ৪৬ শতাংশে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি হবে। এই সিদ্ধান্তের (Decision) ফলে উপকৃত হতে চলেছেন দেশের এক কোটি কর্মচারী ও পেনশনভোগী মানুষ।

প্রসঙ্গত বলা ভালো যে, কেন্দ্রীয় সরকার বছরে দুবার কর্মচারীদের DA বৃদ্ধি করেন। এই বৃদ্ধি প্রধানত নির্ভর করে শ্রম মন্ত্রণালয়ের AICPI সূচকের পরিসংখ্যানের উপর। এখনো পর্যন্ত এই বছরের মে মাসের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে যাতে মহার্ঘ ভাতার (Dearness Allowance) হার ৪৫.৫৭ পয়েন্টে পৌঁছেছে। জুনের মহাসংখ্যান আগামী ৩১ জুলাই প্রকাশিত হবে।

জুলাই মাসে প্রকাশিত এই পরিসংখ্যান থেকেই কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা কতটা বাড়বে তা বোঝা যাবে পরিষ্কারভাবে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জুলাই মাস থেকে DA ৪% বৃদ্ধি পেতে পারে। আরেকটু ভালো ভাবে বোঝানো যাক।

যদি একজন সরকারি কর্মীর (Govt Employee) বেতন ১৮,০০০/- টাকা হয়, তাহলে তিনি এখনো ৪২% হারে ৭৫৬০/- টাকা পরিমাণে DA পান। এবার যদি মহার্ঘ ভাতা মিলিয়ে ৪৬% হারে মহার্ঘ ভাতা পান, তবে প্রতি মাসে কর্মচারীটির বেতন প্রতি মাসে ৭২০ টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ, যদি কোনো কর্মীর বেতন ৫৬৯০০ টাকা হয়, তাহলে তিনি প্রতি মাসে ২,২৭৬ টাকা এবং বার্ষিক ২৭,৩১২ টাকার সুবিধা পাবেন।

সূত্র অনুযায়ী জানা গেছে যে, সরকার মহার্ঘ ভাতার (Dearness Allowance) সঙ্গে HRA বাড়াতে পারে। এখনো পর্যন্ত HRA বৃদ্ধি করা হয়েছিল ২০২১ সালের জুলাই মাসে এবং এটি ২৫ শতাংশ করা হয়েছিল। এবার বৃদ্ধি পেলে সেই বৃদ্ধি ৫০ শতাংশ পর্যন্ত হবার সম্ভাবনা রয়েছে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker