বর্তমানে সপ্তম দফা বেতন অর্থাৎ 7th Pay Commission এর অধীনে বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং এর সাথেই আছে মহার্ঘ ভাতা(DA)। বর্তমান সময়ে বেতনের ৪২% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মচারীরা।
সাধারণত প্রতি ছয় মাস অন্তর অর্থাৎ প্রতি জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা পরিবর্তিত হয়। রিপোর্ট অনুযায়ী, মোট ৬৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৫২ লক্ষ পেনশনভোগীদের জন্য সরকারের তরফে একটি ফর্মুলা তৈরি হয়েছে।
যার হিসেব অনুযায়ী ডিএ (Dearness Allowance) বেড়ে ৫০% হলে সরকারি কর্মীদের বেতন আপনাআপনি অনেকগুণ বেড়ে যাবে। তবে এসবটাই আলোচনাসাপেক্ষ এখনো, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের খুশির খবর। শীঘ্রই ফের মহার্ঘ ভাতা বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর (July to December) পর্যন্ত ডিএ বৃদ্ধির ঘোষণা শীঘ্রই করা হবে এবং এই ঘোষণা হতে চলেছে।
আগামী কয়েক মাসের মধ্যেই জুলাই-ডিসেম্বরের জন্য ভাতা ঘোষণা করা হতে পারে। সাধারণ নিয়মে, সরকারের তরফে সেপ্টেম্বর বা অক্টোবরে ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। তবে এবার আগস্ট মাসের মধ্যেই ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।
এবছরের দ্বিতীয়ার্ধে মোট কত শতাংশ বৃদ্ধি পেতে পারে মহার্ঘ ভাতা?
সূত্র অনুযায়ী, মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। এই বৃদ্ধি কার্যকরী হলে সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ৪৬ শতাংশে অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারীদের ভাতা হবে মূল বেতনের মোট ৪৬ শতাংশ। ডিএ বেড়ে ৫০ শতাংশ হলে সরকারি কর্মীদের বেতন আপনাআপনি বেড়ে যেতে পারে। এরপর থেকে যা ডিএ বাড়বে তা নতুন মূল বেতনের ওপর ধার্য করা হতে পারে। এতে ভীষণ লাভবান হবেন কেন্দ্রীয় কর্মচারীরা।
-Written by Riya Ghosh