টাকা-পয়সা

টাকা তোলার চেকে টাকার অঙ্ক লেখার সময় ‘Only’ শব্দটি লেখা হয় কেন? জানুন আসল কারণ

টাকা লেনদেন করার অনেক রকম উপায় আছে। কেউ অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করেন, কেউ বা নগদ ক্যাশের মাধ্যমে টাকা লেনদেন করেন। আবার অনেকেই আছেন যারা চেকের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন।

বিশেষজ্ঞরা বলেন যে টাকা লেনদেন করার ক্ষেত্রে অনলাইন বা চেক এর মাধ্যমে লেনদেন করা বেশি নিরাপদ। এতে করে যিনি টাকা দিচ্ছেন এবং যিনি টাকা নিচ্ছেন, দুজনের কাছেই টাকা দেবার প্রমাণ থাকে।

তবে চেক লেখার ক্ষেত্রে সামান্য ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার। এমনকি চেক লেখার সময় সামান্য ভুলের কারণে আপনার সমস্ত অ্যাকাউন্টটাই ফাঁকা হয়ে যেতে পারে। এইজন্য কখনো চেক লেখার সময় বেশ কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখতে হয়।

চেক লেখার নিয়ম গুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম হলো টাকার অংকের শেষে Only শব্দটি যুক্ত করা। তবে এই শব্দটি কেন যুক্ত করতে হয় তা হয়তো অনেকেরই অজানা। নেহাত লিখতে হয় বা লেখা নিয়ম – এই ভেবেই অনেকে অনলি শব্দটি লেখেন চেকের টাকার অংকের পাশে।

চেকের টাকার অংকের পাশে ‘Only’ শব্দটি যুক্ত করা হয় মূলত প্রতারণা আটকাতে। এই শব্দটি লিখলে কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না সহজে।

ধরুন আপনি কাউকে পঁচিশ হাজার টাকার একটি চেক পাঠালেন। সেখানে লেখা থাকলো “Twenty Five Thousand” ! এখানে যদি আপনি Only শব্দটি না যুক্ত করেন, তাহলে কেউ “Twenty Five Thousand” এর পরে “Nine Hundred” কথাটি যুক্ত করে 900 টাকা অতিরিক্ত তুলে নিতে পারবেন ব্যাংক থেকে।

তবে আপনি যদি “Twenty Five Thousand Only” কথাটি লেখেন তাহলে আপনি আর এরকম ভাবে প্রতারিত হবেন না।

চেকের পিছনে সবসময় আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ফোন নাম্বার লিখে রাখুন। ভবিষ্যতে যদি কখনো আপনার চেক সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে ব্যাংকের প্রতিনিধি সরাসরি আপনাকে আপনার নম্বরে কন্টাক্ট করে নিতে পারবেন।

এছাড়া চেক জমা করার সময় অবশ্যই ব্যাংকের ফর্মটি কাছে রেখে দেবেন। কারণ এটি আপনার একমাত্র প্রমাণ যে, আপনি ব্যাংকে চেক জমা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker