
Lady Constable Salary: পশ্চিমবঙ্গের মহিলা কনস্টেবলদের বেতন কত? DA কত পান? বিস্তারিত জানুন।
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশে (Madhyamik Pass) অনেক সম্মানীয় পদের মধ্যে একটি হলো মহিলা কনস্টেবলের (Lady Constable) চাকরি। নূন্যতম মাধ্যমিক পাশেই এই পদের জন্য আবেদন করতে পারেন মহিলারা।
এই পদের সুবিধার কথা বলতে হলে প্রথমেই আসে মাসিক বেতনের কথা। মাসিক বেতনও ভীষণ আকর্ষণীয় (Attractive) এই পদে। আজ আমরা এই পোষ্টের মাসিক বেতন নিয়েই কথা বলতে চলেছি এই প্রতিবেদন মারফত (West Bengal Lady Constable Salary)। তাহলে আসুন জেনে নেওয়া যাক।
বেতন স্তর (Salary Level) কটি থাকে?
বেতন স্তর প্রধানত ৬টি থাকে অর্থাৎ 6th Pay Commission অবধি বেতন পাওয়া যায়।
বেতন স্কেল (Saraly Scale) কত?
বেতন স্কেল নূন্যতম ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা অবধি।
বেসিক পে(Basic Pay)-এর পরিমাণ কত?
বেসিক পে ২২,৭০০/- টাকা।
বেসিক পে-এর মধ্যে ভাগ কি কি থাকে?
- i) HRA বাবদ: ২৭২৪/- টাকা (বেসিকের ১২ শতাংশ),
- ii) Medical খরচ বাবদ: ৫০০/- টাকা
- iii) DA বাবদ: ১৩৬২/- টাকা(সরকারের তরফ থেকে ৬% DA দেওয়া হয়)
মাসিক মোট বেতন কত হয় একজন লেডি কনস্টেবলের(Lady Constable)?
একজন লেডি কনস্টেবলের (Lady Constable) মাসিক বেতন সব মিলিয়ে অর্থাৎ বেসিক+HRA+DA+Medical মিলিয়ে মোট মাসিক বেতন হলো ২৭,২৮৬ টাকা। (বৃদ্ধি ও পুলিশ বিভাগ বিশেষ ভাতা ছাড়া)
সমস্ত বেতনটা কিন্তু হাতে পান না একজন লেডি কনস্টেবল। বেতন কিছুটা কেটে নেওয়া হয় GPF এবং Tax বাবদ। এখন তাহলে একজন লেডি কনস্টেবল হাতে কত টাকা বেতন পান এবং কত টাকায় বা কাটা হয়? আসুন দেখি।
GPF: ১৩৬২/- টাকা(মূল বেতনের ৬%)
Tax: ১৫০/- টাকা
এবার কাটার পরে, পশ্চিমবঙ্গের একজন লেডি কনস্টেবলের মোট বেতন হলো ২৫,৭৭৪/- টাকা।
এই প্রতিবেদনের মাধ্যমে আমরা যথাসম্ভব একজন মহিলা কনস্টেবলের বেতন সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। আশা রাখি, আপনাদের সাহায্য করতে পেরেছি।
-Written by Riya Ghosh