সরকারি প্রকল্প

NRI বাঙালিদের জন্য ‘আপন বাংলা কার্ড’ দিচ্ছে রাজ্য সরকার। কি কি সুবিধা? কিভাবে পাবেন?

NRI বাঙালি বিনিয়োগকারীদের জন্য আপন বাংলা কার্ড চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যে সমস্ত বাঙালিরা বিদেশে গিয়ে বাস করেন, অর্থাৎ প্রবাসী বাঙালি তাদের জন্যই চালু হতে চলেছে এই নতুন কার্ড(Apon Bangla Card)। অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে।

গত একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবাসী বাঙ্গালীদের পরিচয় পত্র দেওয়ার জন্য একটি নতুন প্রকল্পের উদ্দেশ্যে একটি পোর্টাল চালু করেছিলেন। এই পোর্টালটির নাম রাখা হয়েছে আপন বাংলা।

আপন বাংলা কার্ডে কি কি সুবিধা পাবেন?
Benefits Of Apon Bangla Card:

যে সমস্ত প্রবাসী বাঙালিরা বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন, তারা বিদেশে বসে পশ্চিমবঙ্গকে দেখার এবং বোঝার সুযোগ পাবেন আপন বাংলা প্ল্যাটফর্মের মাধ্যমে।

পশ্চিমবঙ্গের বইমেলা, পূজা কার্নিভাল, বিজনেস সামিট , চলচ্চিত্র উৎসব ইত্যাদি বিষয়ে খবরাখবর রাখা যাবে এই পোর্টালের মাধ্যমে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যাবে আপন বাংলা পোর্টালের মাধ্যমে।

আপন বাংলা পোর্টালের মাধ্যমে প্রবাসী বাঙালিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম আর্থিক সাহায্য, অভিযোগ ,স্কুল কলেজের প্রাক্তনীদের গেট টুগেদার, বিভিন্ন উপদেশ এবং পশ্চিমবঙ্গের নানা গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে জানতে পারবেন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগও পাবেন।

আপন বাংলা কার্ড এর জন্য কিভাবে আবেদন করবেন?
How To Apply For Apon Bangla Card?

আপন বাংলা কার্ড এর জন্য আবেদন করতে গেলে প্রথমেই আপন বাংলা অনলাইন পোর্টাল এ লগইন করতে হবে।

রেজিস্টার করতে যা যা প্রয়োজন, সেগুলি জমা করার পর প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে স্ক্যান করে

জেপিজি ফরমেটে ছবি আপলোড করতে হবে এবং ফাইল এর সর্বাধিক আকার হতে হবে অন্তত ৫০ কেবি।

সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।

পাসপোর্টের সামনে এবং পিছনের এর ছবি আপলোড করতে হবে। এক্ষেত্রে ছবির সর্বাধিক সাইজ হতে হবে ২ এমবি।

এরপর ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।।

সমস্ত কিছু আপলোড হবার পর অটোমেটিক একটা লিংক খুলবে সেখান থেকে আপন বাংলা কার্ডটি ডাউনলোড করা যাবে।

Apon Bangla Card তৈরিতে কী কী লাগবে ?

যিনি আপন বাংলা কার্ড এর জন্য আবেদন করবেন তার নাম, জন্মতারিখ ,বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর ,কাজের ঠিকানা, ইমেল আইডি, পাসপোর্ট এর বিবরণ ইত্যাদি বিষয়গুলো দরকার হবে।

পশ্চিমবঙ্গে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা,থানা, জেলা ,পিন কোড, পরিবারের সদস্যদের নাম, সদস্যের মোবাইল নম্বর ইত্যাদি বিষয় গুলো দরকার হবে।

Apon Bangla Card-র উদ্দেশ্য কি?

পশ্চিমবঙ্গ সরকার আপন বাংলা কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের সাথে প্রবাসী বাঙ্গালীদের যোগাযোগ স্থাপন করার প্রচেষ্টা চালাচ্ছে। এই কার্ড চালু হলে প্রবাসী বাঙ্গালীদের সাথে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বসবাসকারী বাঙ্গালীদের মধ্যে একটি যোগাযোগ তৈরি হবে।।

এছাড়া এই কার্ডের মাধ্যমে প্রবাসী বাঙ্গালীদের সাহচর্যের অনুভূতি দেওয়া, বিভিন্ন সমস্যাগুলিতে তাদের নজরদারি চালানো এবং উপযুক্ত পদক্ষেপ নেবার সুযোগ থাকবে।

যদি কোন রকম স্কিম চালু করতে হয় সেই ব্যাপারেও তাদের সাহচার্য দরকার হবে। রাজ্যের অর্থনৈতিক বিকাশ এবং শিল্পের বিকাশের জন্য তাদের সহযোগিতা পাওয়াও এই কার্ড চালু করার অন্যতম উদ্দেশ্য।

তারই সাথে এই কার্ডের মাধ্যমে প্রবাসী বাঙ্গালীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের আপন বাংলা প্রবাসী রত্ন দিয়ে সম্মানিত করাও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম লক্ষ্য।

কোন পোর্টালে সঠিক তথ্য দিতে হবে?

www.aponbangla.wb.gov.in এই পোর্টালের মাধ্যমেই প্রবাসী বাঙালিরা আপন বাংলা কার্ড পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker