সরকারি প্রকল্প

Lakshmir Bhandar: বদলে গেলো লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার নিয়ম। এই কারণে গ্রাহকেরা মে মাসের টাকা নাও পেতে পারেন। নতুন নিয়ম জেনে নিন।

ক্ষমতায় আসার পরেই জনসাধারণের স্বার্থে অনেক প্রকল্প শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় হলো লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রধানত মহিলাদের জন্যই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী।

এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় General ও ObC শ্রেণীভুক্ত মহিলারা মাসিক ৫০০/- টাকা এবং SC ও ST শ্রেণীভুক্ত মহিলারা মাসিক ১০০০/- টাকা করে আর্থিক সহায়তা পান সরকারের তরফ থেকে।

দুয়ারে সরকার প্রকল্পে রাজ্য সরকারের অধীনে বাকি প্রকল্পের জন্য আবেদনের সংখ্যা আগের থেকে অনেকটাই কমেছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন ১০ লক্ষ মহিলা আবেদন (Application) করেছেন।

বর্তমানে বাংলার প্রায় ২ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক অনুদান পেয়ে থাকেন রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু বেশিদিন তো এক নিয়ম থাকেনা তাই স্বাভাবিক ভাবেই এই প্রকল্পেরও নিয়ম বদল (Rules Change) হচ্ছে।

এই নিয়ম বদলের কারণে মে মাসে গ্রাহকেরা সরকারের তরফে এই অনুদান পাবেন না। ভবিষ্যতেও যাতে এই সমস্যা না হয় তাই আগেই জেনে নিন নতুন নিয়ম। এই প্রতিবেদনের মাধ্যমে আজ আপনাদের সেটিই জানাতে চলেছি।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন নিয়ম বদলে গেলো?
সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Trivedi) নির্দেশিকা জারি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই নিয়ম পরিবর্তনের বিষয়টি জানান। তিনি জানিয়েছেন গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক (Aadhaar Link with Bank Account) না থাকলে তবেই সেই গ্রাহক লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা পাবেন নচেৎ তাঁর অনুদানের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে।

অর্থাৎ আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহক হয়ে থাকেন এবং প্রতিমাসে অনুদান পেয়ে থাকেন তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক করা বাধ্যতামূলক। এই আধার লিঙ্ক আছে কিনা সেটি আপনাকে আপনার ব্যাংকে গিয়ে নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে বহুদিন আগেই কেন্দ্রীয় সরকার নিয়ম করেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে লেনদেনের ক্ষেত্রে সমস্যা হবে। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও সেই পথেই অগ্রগামী হলেন।

ফলে দ্রুত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের এই লিঙ্ক করার প্রক্রিয়া সেরে ফেলুন। নাহলে মে মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে।

একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই হবে:
এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে রাজ্য সরকার। এতদিন অনেক মহিলার সিঙ্গেল কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় তাঁরা জয়েন্ট অ্যাকাউন্টেই (Joint Account) লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা নিতেন। কিন্তু রাজ্য সরকার এবার স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে, উপভোক্তাদের সিঙ্গেল অ্যাকাউন্ট অর্থাৎ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে।

ফলস্বরূপ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্রুত খুলে ফেলুন নচেৎ টাকা আর পাবেন না অনুদানের। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তাড়াতাড়ি আধার কার্ডের নম্বর লিঙ্ক করলেই আবার তাঁদের অনুদানের টাকা ঢুকতে শুরু করবে।

পশ্চিমবঙ্গ সরকারের একটি সূত্রের খবর যে, এই দুটি গুরুত্বপূর্ণ নিয়ম সকলকে মানতেই হবে নইলে তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা মে মাস থেকে বন্ধ হয়ে যেতে চলেছে বলে অর্থাৎ সকলে সতর্কতার সঙ্গে নিয়মগুলি পালন করুন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker