শিক্ষার খবর

HS Result 2023: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আগামী সপ্তাহে, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

একজন শিক্ষার্থীর জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। গত মার্চ মাস জুড়ে হয়েছিলো এই পরীক্ষা। বর্তমানে এই পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এর ফল ঘোষণা হলে তবেই তো ছেলেমেয়ে কেউ আরো উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হবে আবার কেউ অন্য কিছু করবে।

আর চিন্তা নয়। চিন্তার মাত্র কিছুসময় পরেই অবসান ঘটতে চলেছে। কারণ শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন কবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (Result of Higher Secondary Examination) ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন যে, ফল ঘোষণা করা হবে আগামী সপ্তাহেই। (HS Result 2023 Date Published)

নিশ্চিত করে দিনক্ষণও জানানো হয়েছে। আগামী ২৪শে মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। এমনটাই জানানো হয়েছে সোমবার সংসদের তরফে।

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত যে আগামী ১৯ মে তা আগেই জানিয়েছে আগেই তা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার ঠিক পাঁচ দিন পরেই প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের ফলাফলও।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট (Tweet) করে জানিয়েছেন যে আগামী ২৪শে মে ঠিক বেলা ১২টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করা হবে। ফল ঘোষণা করার পরেই, সেই দিনই সাড়ে ১২টা থেকে পরীক্ষার্থীরা সকলে অনলাইন মারফত বিভিন্ন ওয়েবসাইটে (Website) নিজেদের ফল জানতে পারবেন।

আগামী ৩১শে মে সংসদের তরফে স্কুলগুলিকে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট (Marksheet and Certificate) দেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত শুক্রবার ১২ই মে CBSE বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হয়েছে। তার পর ১৪ই মে, রবিবার বিকেলে প্রকাশিত হয়েছে ICSE বোর্ডের দশম এবং ISE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলও। এ বার রাজ্যের বোর্ডের দশম এবং দ্বাদশের ফলপ্রকাশের দিনপ্রকাশেরও দিন এগিয়ে এলো।

আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে দুটি নতুন বিষয় অর্থাৎ Data Science এবং Artificial Intelligence -এই দুটি বিষয় সংযোজন করা হবে এমনটা গত মাসেই জানায় সংসদের তরফে। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে এই দুটি বিষয় পড়তে পারবেন পড়ুয়ারা। এবারে এই বিষয়গুলি যে সব স্কুলগুলি পড়াতে চাইবে তাদের ২রা মে থেকে ৩০শে জুনের মধ্যে সংসদের কাছে আবেদন করতে হবে।

এই বছর গত মার্চ মাসে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা যা সারা মাস ধরে চলেছিলো। অর্থাৎ পরীক্ষা শেষের পাক্কা দুই মাসের মাথায় ফলপ্রকাশ হতে চলেছে। উচ্চ মাধ্যমিকে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার, যা গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker