
Ration Card: এই কাজটি না করলে বন্ধ হয়ে যাবে রেশন কার্ডের ফ্রি চাল,গম – বিপদে পড়ার আগে জেনে নিন।
বর্তমানে প্রায় সকল ভারতীয়দের রয়েছে রেশন কার্ড এবং রেশন কার্ডের(Ration Card) কারণে সরকারের পক্ষ থেকে প্রতিমাসে বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধা পাওয়া যায়।
বর্তমানে বহু ব্যক্তি রয়েছে যাদের একার নামেই একাধিক রেশন কার্ড রয়েছে এবং তারা সবগুলো রেশন কার্ড দিয়েই রেশন তুলে থাকেন। আবার অনেকে আছেন যাদের ইনকাম অনেক কিন্তু তারা সরকারের থেকে দেওয়া ফ্রি রেশন(Free Ration) তুলে যাচ্ছেন অনায়াসেই।
এই দুর্নীতি বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার ক্রমাগত রেশন কার্ডের সাথে আধার কার্ড (Ration Card Aadhaar Card Link Update) লিঙ্ক করতে বলছে। এতে করে একজন ব্যক্তিকে একাধিক রেশন কার্ড পাওয়া থেকে আটকানো সম্ভব হবে। আবার উচ্চবিত্তদের রেশন পাওয়া আটকানো সম্ভব হবে। রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করলে একমাত্র যোগ্য ব্যক্তিরাই ভর্তুকিযুক্ত রেশন বা গ্যাস পাবেন।
ভারত সরকার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ দিয়েছিল ৩১ মার্চ ২০২৩, বর্তমানে এই সময় বাড়িয়ে ৩০ জুন ২০২৩ করা হয়েছে। যদি ৩০ জুন 2023 তারিখের মধ্যে আপনার রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করান, তাহলে আপনার রেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
রেশন কার্ড যখন একবার বাতিল হয়ে যাবে ,তখন আপনি ১ জুলাই, ২০২৩ তারিখ থেকে রেশনের চাল এবং গম পাবেন না। পাসপোর্ট ,প্যান কার্ড(Pan Card) ইত্যাদি ক্ষেত্রেও আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে।
রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করলে মধ্যস্বত্ব ভোগীদের স্বেচ্ছাচারিতা শেষ করা যাবে, রেশন কার্ডের দুর্নীতি আটকানো যাবে এবং একই ব্যক্তির একাধিক কার্ড থেকে রেশন পাওয়া আটকানো সম্ভব হবে।
তাই আপনি যদি এখনো রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন এবং ভবিষ্যতে বিভিন্ন রকম সমস্যার মধ্যে না পড়তে চান, তাহলে অবশ্যই আগামী ৩০ জুন 2023 তারিখের মধ্যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে ফেলুন।