প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে ঘরের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন?
রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করা হয়। তেমনি একটি প্রকল্প হল কেন্দ্রীয় আবাস যোজনা(PM Awas Yojana)। যে সমস্ত পরিবারের পাকা বাড়ি নেই বা মাথার ওপর ছাদ নেই, তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করে দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বাড়ি তৈরীর অর্থ পেয়ে যান সরকারের পক্ষ থেকে।
সরকারের তরফে আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য দেওয়া হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা। প্রথম দফায় দেওয়া হয় ৬০০০০ টাকা। দ্বিতীয় দফায় আসে পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় দফাতে ১০০০০ টাকা আসে। তিনটি কিস্তিতে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় সমস্ত টাকা। পাহাড় এলাকায় যারা বসবাস করেন, তাদের জন্য বরাদ্দ রয়েছে 1 লক্ষ 30 হাজার টাকা।
যে সমস্ত ব্যক্তিরা বিপিএল (BPL) পরিবারের অন্তর্ভুক্ত, পরিবারের কেউ সরকারি চাকরি করেন না, নিজস্ব কোন পাকা বাড়ি নেই বা কাঁচা বাড়িতে বসবাস করছেন – এমন হলে সরকারের পক্ষ থেকে আবাস যোজনায় পাকা বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়।
ইতিমধ্যেই কেন্দ্রর তরফ থেকে রাজ্যের আবেদনকারীদের জন্য আবাস যোজনা টাকা বরাদ্দ হয়েছে। আবাস প্লাস যোজনার নতুন লিস্ট(Awas Yojna list Download) আপনারা বাড়িতে বসেই ডাউনলোড করে নিতে পারবেন।
আবাস প্লাস যোজনা(Awas Plus Yojna) নতুন লিস্ট ডাউনলোডঃ-
- ১) প্রথমে Awas Yojana এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
- ২) এরপর Awaassoft এ ক্লিক করে Report এ ক্লিক করতে হবে।
- ৩) Beneficiary details for verification এ ক্লিক করতে হবে।
- ৪) এবার রাজ্যের নাম,জেলার নাম,ব্লকের নাম,গ্রাম পঞ্চায়েত নাম ও কোন সালের লিস্ট চেক করতে চান, সেটি উল্লেখ করে সাবমিট করতে হবে।
- ৫) এর পর একটি নতুন লিস্ট ওপেন হবে, যেখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্টে কার কার নাম এলো তা দেখতে পারবেন।