সরকারি প্রকল্প

Krishak Bandhu Scheme: পরিবর্তন ঘটলো ‘কৃষক বন্ধু প্রকল্পে’র নিয়মে। এখুনি নতুন নিয়ম জেনে নিন নয়তো পড়বেন বিপদে!

গত দুই বছর ধরে মূলত কৃষক (Farmers) ভাইয়ের কথা ভেবে একটি প্রকল্প শুরু করেন রাজ্য সরকার(State Government)। কৃষিজীবীদের আর্থিক সহায়তা প্রদান করেন। প্রদান করেন একটি মোটা অঙ্কের টাকা যা রাজ্যের সকল কৃষক ভাইদের সাহায্য করেছে।

মূলত বছরে দুই পর্যায়ে এই অনুদান দেওয়া হয়- রবি শস্য ও খারিফ শস্য উৎপন্ন করার সময়। যেসব কৃষকের এক একর বা তার বেশি জমি ছিল মূলত তাঁদেরকেই এই অনুদান দেওয়া হয়েছে গত দুই বছরে। তবে বর্তমানে এই প্রকল্পের নিয়মের কিছু অদল বদল করেছে সরকার। কি সেই নতুন নিয়ম? জেনে নিন বিস্তারিত(In Details)।

নতুন নিয়মাবলী:

  • i) সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স।
  • ii) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে। অন্য রাজ্যের ভোটার আইডি (Votar Id) কার্ড থাকলে তা গ্রাহ্য হবেনা।
  • iii) যিনি আবেদন করবেন তাঁর নামেই জমির দলিল বা পর্চা থাকতে হবে প্রমাণ হিসেবে।
  • iv) আগের পয়েন্টটি কোনো কারণে সম্ভবপর না হয়ে থাকলে অর্থাৎ জমির মালিকানা আবেদনকারীর নামে না হয়ে থাকলেও হবে কিন্তু সেই ক্ষেত্রে তাঁকে কৃষক হিসেবে স্ব-ঘোষণা (Self Attested) পত্র দিতে হবে এবং পাশাপাশি সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধানকেও এই বিষয়ে শংসাপত্র (Certificate) দিতে হবে। নচেৎ সেই জমিহীন কৃষকের আবেদন গ্রাহ্য করা হবেনা।

আবেদন করার জন্য কি কি লাগবে:

  • i) আধার কার্ডের (Aadhaar Card) জেরক্স কপি (Xerox Copy)
  • ii) ভোটার কার্ডের (Voter Card) জেরক্স কপি (Xerox Copy)
  • iii) ব্যাঙ্কের পাসবইয়ের (Passbook) প্রথম পাতার জেরক্স কপি (Xerox Copy)
  • iv) জমির দলিল বা পর্চার জেরক্স কপি (Xerox Copy)
  • v) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি (Passport Size Photo)
  • vi) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত ফোন নম্বর (Phone Number)
  • vii) কৃষক হিসেবে স্ব-ঘোষিত পত্র (Self Attested ) এবং পঞ্চায়েত প্রধানের শংসাপত্র(Certificate)

আবেদনপত্র জমা কোথায় দেবেন?

সমস্ত জরুরি নথিপত্র দিয়ে আবেদনপত্র জমা দেবার পরে জরুরি ডকুমেন্ট সমেত তা স্থানীয় কৃষি আধিকারিক বা বিডিও অফিসে (BDO Office) গিয়ে জমা করা যাবে। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পেও (Duare Sarkar Camp) এই ফর্ম জমা দেওয়া যাবে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker