WBPDCL Vacancy: রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চলছে কর্মী নিয়োগ, আবেদন চলছে
WBPDCL অর্থাৎ West Bengal Power Development Corporation Limited এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন পদ্ধতি, যোগ্যতা, আবেদন মূল্য ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে হলে শেষ অবধি পড়ুন এই প্রতিবেদনটি।
Employment Number:
WBPDCL/Recruitment/2023/03
পদের নাম:
Geologist
মোট শূন্যপদ:
১টি
শিক্ষাগত যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Geology তে স্নাতক ডিগ্রি (Graduation Degree) অর্জন করা থাকতে হবে আবেদনকারীকে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
মাসিক বেতন:
মাসিক বেতন ৮০ হাজার টাকা।
পদের নাম:
Mass Communication Expert and Community Development Consultant
মোট শূন্যপদ:
উভয় ক্ষেত্রে ১টি করে।
শিক্ষাগত যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduated) হতে হবে আবেদনকারীকে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
মাসিক বেতন:
মাসিক বেতন ৫৫ হাজার টাকা।
উভয় ক্ষেত্রে বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
i) আবেদন হবে অনলাইনে(Online)।
ii) আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে আবেদন করতে হবে।
iii) প্রার্থীকে নিজের বৈধ ফোন নম্বর (Verified Phone Number) ও ই-মেল(E-mail), সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটসহ অন্যান্য জরুরি সমস্ত ডকুমেন্ট স্ক্যান (Document Scan) করে আপলোড (Upload) করতে হবে।
আবেদন করার শেষ তারিখ:
৩১ শে এপ্রিল, ২০২৩ সাল
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Walk in Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
Apply Now: Click Here
-Written by Riya Ghosh