মাসিক বেতন 19,900 টাকা! Survey of India-তে মাধ্যমিক পাশে চাকরি, আবেদন চলছে
কেন্দ্রীয় সরকারের Science and Technology বিভাগের Survey of India তে ন্যূনতম মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। কোন পদে নিয়োগ, আবেদন পদ্ধতি কী এসব বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন। (Survey of India Recruitment)
পদের নাম:
Motor Driver cum Mechanic
শূন্যপদ:
২১টি।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনপ্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
ii) প্রার্থীর হিন্দি অথবা ইংরেজি ভাষা সম্পর্কে দক্ষতা থাকা প্রয়োজন।
iii) আবেদনকারীর সঠিক ড্রাইভিং লাইসেন্স (Driving License) থাকতে হবে।
iv) প্রার্থীকে অবশ্যই গাড়ির মেকানিকের (Motor Mechanic) কাজ জানতে হবে।
v) যেসব প্রার্থীর নূন্যতম একবছরের অভিজ্ঞতা (Past Experience) থাকবে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা:
১ )প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
২) সংরক্ষিত বিভাগের প্রার্থীর জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতনক্রম:
মাসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অনলাইনে।
ii) আবেদনকারীকে সবার প্রথমে সার্ভে অব ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে।
iii) ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ (Homepage) থেকে ‘রিক্রুটমেন্ট’(Recruitment)-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।
iv) বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
৩১ মে, ২০২৩ সাল হলো আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
আরো বিশদে জানার জন্য সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh