চাকরির-খবর

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়(Visva Bharati University) মানেই রবি ঠাকুরের ছোঁয়া লেগে থাকা। সেই বিশ্ববিদ্যালয়েই এবার নিয়োগের (Recruitment) কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি(Notification)। আপনিও করতে ইচ্ছুক হলে জেনে নিন বিস্তারিত।

পদের নাম:

CRS Project Fellow (Junior)

কোন কাজের জন্য নিয়োগ:

UGC-DAE Funded Research Project এর কাজের জন্য নেওয়া হবে কর্মী।

প্রোজেক্টটির নাম:

Probing Spin State Bistability of Spin Crossover Materials Using Neutron Diffraction Techniques

কোন বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে?

বিশ্ববিদ্যালয়ের Physics বিভাগের (Department) তরফে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Physics এ নুন্যতম ৫৫% নম্বর থাকতে হবে।

বয়সসীমা:

প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।

কাজের মেয়াদ:

তিন বছর।

বেতনক্রম:

i) প্রতি মাসে ফেলোশিপ (Fellowship) দেওয়া হবে ১৪ হাজার টাকা।
ii) তবে যদি কোনও প্রার্থীর GATE অর্থাৎ Graduate Aptitude Test অথবা সমতুল্য কোনো যোগ্যতা থাকে তাহলে সেই ক্ষেত্রে তাঁকে প্রতি মাসে ফেলোশিপ (Fellowship) বাবদ ৩১ হাজার টাকা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ii) আবেদনের জন্য প্রার্থীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Visva Bharati University) ওয়েবসাইটে (Website) যেতে হবে।
  • iii) ওয়েবসাইটে গিয়ে ‘Homepage’ থেকে ‘Career’ অপশনে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন।
  • iv) বিজ্ঞপ্তিতে গিয়ে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য যেমন নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি (Name of the Cadidate, Address, MobileNumber, Email ID)-ইত্যাদি দিয়ে আবেদনপত্রটি পূরণ করে মেইল পাঠাতে হবে।

আবেদন করার শেষ দিন:

গত ৪ জুলাই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের দুই সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Important Link
Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker