
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।
রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার Jadavpur University এর মহিলা হস্টেলে Superintendent পদে নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই চাকরির আবেদন প্রক্রিয়া সহ সমস্ত বিষয়ে বিশদে জানতে পড়ুন এই প্রতিবেদনটি।
Table of Contents
নোটিশ নং:
A2/C/4/ 2023
নোটিশ প্রকাশ:
11/07/2023
পদের নাম:
Lady Hostel Superintendent
শূন্যপদ:
১টি
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থী যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ (Graduation Passed) করে থাকলেই এখানে আবেদন করা যাবে।
ii) সংশ্লিষ্ট পদে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা (Past Experience) থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ৫৫ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।
বেতনক্রম:
মাসিক ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
কাজের মেয়াদ:
এই কাজে এক বছরের চুক্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে। মনোনীত প্রার্থীকে হস্টেলে থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে যে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট (Print) করিয়ে পূরণ করতে হবে।
iii) আবেদনপত্রটি পূরণ করে আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি (Identification Card, Age Certificate, Educational Qualification, Caste Certificate Xerox and two copies of Passport Size Photo) একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা:
Registrar,
Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur,
Kolkata – 700 032
আবেদন মূল্য:
আবেদনের জন্য 250 টাকা আবেদন মূল্য (Application Fee) ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:
আগামী 31/07/2023 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
Important Link:
Official Website: Click Here
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
-Written by Riya Ghosh