চাকরির-খবর

রাজ্যে ব্লক কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে

রাজ্যে ব্লক প্রোগ্রামের কো-অর্ডিনেটর আশা (Co-ordinator Asha) পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুখবর এটি। আজকের এই প্রতিবেদনে (Article) আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে সকল খুঁটিনাটি বিষয় জানবো। শেষ পর্যন্ত পড়ুন।

Employment No:
DH and FWS/COB/1626

পদের নাম:
ব্লক কো-অর্ডিনেটর (ASHA)

শূন্যপদের সংখ্যা:
১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Science/Sociology/Social Anthropology/Social Work/Economie/Rural Development- এ মাস্টার ডিগ্রি (Master Degree) লাভ করে থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা (Experience) অর্জন করে থাকতে হবে প্রার্থীকে।
iii) কম্পিউটার (Computer) ব্যবহার করা জানতে হবে ও অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) অফিসিয়াল বিজ্ঞপ্তি (Official Notification) থেকে আবেদনপত্র ডাউনলোড(Download) করতে হবে।
iii) আবেদনপত্রতে এবার সমস্ত তথ্য দিয়ে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (Certificate) সহ সমস্ত জরুরি তথ্য একসঙ্গে সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
Office of the SDO, Mehkliganj, Coochbehar

আবেদন শেষ তারিখ:
৬ই এপ্রিল, ২০২৩ সাল

বেতনসীমা:
মাসিক ১৫ হাজার টাকা এবং যাতায়াতের সুবিধাবাবদ (Mobility Support) আরো ১৮০০ টাকা।

নিয়োগ পদ্ধতি:
i) সবার আগে প্রার্থীদের লিখিত পরীক্ষা (Written Exam) দিতে হবে।
ii) এরপর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মোট নম্বর বিচার করা হবে।
iii) অন্তিম পর্যায়ে কম্পিউটার টেস্টের (Computer Test) মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান:
কোচবিহার জেলার মেখালীগঞ্জ ব্লক।

Important Links:

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker