চাকরির-খবর

Municipality Recruitment: শিলিগুড়ির পৌরসভাতে SAE পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। মাসিক বেতন ১৬,৫০০/- টাকা।

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি পৌরসভাতে (Municipality) কর্মী নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের নাগরিক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করা হলো বিস্তারে। ভালো করে পড়ুন।

পদের নাম:
Sub Assistant Engineer-SAE (Civil)

শূন্যপদের সংখ্যা:
১টি।

শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারীর Civil Engineering এ Diploma থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে তিনবছরের কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।

বয়সসীমা:
i) প্রার্থীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত ক্যাট্যাগরির Reserved Category) প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

বেতনক্রম:
মাসিক বেতন ১৬,৫০০/- টাকা।

আবেদন পদ্ধতি:
i)আবেদন করতে হবে অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে তাতে নিজের যাবতীয় তথ্য এবং বাকি সকল প্রয়োজনীয় সকল নথির ফটোকপি জুড়ে দিতে হবে।
iii) সবশেষে নির্দিষ্ট ঠিকানাতে সব কাগজগুলি একসাথে একটি খামে ভরে নিজের হাতে করে অথবা স্পিড পোস্টের (Speed Post) মাধ্যমে দিয়ে আসতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
To,
The Commissioner Siliguri Municipal Corporation,
Baghajatin Road,
P.O.:- Siliguri,
Dist -Darjeeling,
Pin-734001.

আবেদনের শেষ তারিখ:
১৬/০৫/২০২৩ তারিখ, বিকেল ৪:৩০ অবধি আবেদন করা যাবে।

চাকরির সময়সীমা:
ছয় মাসের মেয়াদে কর্মী নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে সময়সীমা আরো ছয় মাস বৃদ্ধি করা হতে পারে।

নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।

আরো বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।

Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker