চাকরির-খবর

10 ধরনের পদে কর্মী নিয়োগ হবে UPSC তে, আবেদন চলবে আগামী 14ই সেপ্টেম্বর পর্যন্ত।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি UPSC তে নিয়োগের(UPSC Recruitment) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10 ধরনের পদে কর্মী নিয়োগ হবে UPSC তে, আবেদন চলবে আগামী 14ই সেপ্টেম্বর পর্যন্ত।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। ছেলেদের সাথে সাথে মেয়েরাও আবেদন করতে পারবেন।

UPSC Recruitment 2023 এ আবেদনের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

মোট শূন্যপদ-

মোট ২৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে পদগুলির নাম এবং যোগ্যতা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

আবেদন শুরু-

26/08/2023

আবেদন শেষ-

14/09/2023

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা-

১.Specialist Grade III Assistant Professor (Cardiology)

শূন্যপদ- 9 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- MBBS ডিগ্রীর পাশাপাশি Cardiology তে Doctorate বা Diplomate ডিগ্রী থাকতে হবে। সিনিয়র রেসিডেন্ট বা টিউটর পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. Assistant Director Census Operations (Technical)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Statistics / Mathematical Statistics / Applied Statistics/ Operational Research / Population Sciences / Demography / এ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

3. Deputy Director

শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Statistics / Operational Research / Applied Statistics / Population Sciences / Demography / Mathematical Statistics /এ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এছাড়াও পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

4. Assistant Professor (Botany)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- বোটানি বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে মাস্টার ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে NET অথবা Ph.D থাকতে হবে।

5. Assistant Professor (Chemistry)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কেমিস্ট্রি বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে মাস্টার ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে NET অথবা Ph.D থাকতে হবে।

6. Assistant Professor (English)

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- English বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে মাস্টার ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে NET অথবা Ph.D থাকতে হবে।

7. Assistant Professor (Hindi)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- হিন্দি বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে মাস্টার ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে NET অথবা Ph.D থাকতে হবে।

8. Assistant Professor (History)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- History বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে মাস্টার ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে NET অথবা Ph.D থাকতে হবে।

9. Assistant Professor (Mathematics)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- অংক বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে মাস্টার ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে NET অথবা Ph.D থাকতে হবে।

10. Assistant Professor (Tamil)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- তামিল বিভাগের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে মাস্টার ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে NET অথবা Ph.D থাকতে হবে।

বয়সসীমা-

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাদে অন্যান্য পদগুলির ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর এবং অ্যাসিস্ট্যান্ট পদগুলির ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর।

মাসিক বেতন-

7th CPC Pay ম্যাট্রিক্সের লেভেল 10 অনুসারে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি-

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

মহিলা এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা ছাড়া বাকিদের ২৫ টাকা আবেদন মূল্য দিতে হবে।।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(UPSC Online Apply) করতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে UPSC এর অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।

এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন সম্পূর্ন হবে।

Important Links-

Official NotificationClick Here

Apply Online: Apply Now

Official Website: Click Here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker