চাকরির-খবর

IISc বেঙ্গালুরুতে কর্মী নিয়োগ, জেনে নিন সকল খুঁটিনাটি।

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর(Good News for Engineering Students)। কেন্দ্রীয় সংস্থায় Institute of Science, Bangalore এ নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন পদে নিয়োগ, কি আবেদন প্রক্রিয়া এসব বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি (Article) সম্পূর্ণ পড়ুন।

পদের নাম:

Deputy Project Manager

শূন্যপদ:

১টি।

কোন বিভাগে নিয়োগ:

Campus Management and Development Department

কাদের নিয়োগ করা হবে?

Civil Engineer দের নিয়োগ করা হবে।

বয়সসীমা:

৫০ বছরের কম বয়সি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

কারা আবেদনের যোগ্য?

যেসব প্রার্থী কেন্দ্রীয় সংস্থা, রাজ্য সরকারি সংস্থা, কেন্দ্রশাসিত অঞ্চলের সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত, তাঁরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনকারীর সিভিল Enginnering য়ে Master of Engineering অর্থাৎ MAE/ Master of Technology অর্থাৎ M. Tech ডিগ্রি থাকতে হবে এবং নুন্যতম ৫৫% নম্বর প্রাপ্ত হতে হবে।
ii) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।

ঠিক কেমন পূর্ব অভিজ্ঞতা (Past Experience) প্রয়োজন?

প্রার্থীর অন্তত আট বছর Assistant Project Engineer পদে কাজের অভিজ্ঞতা (Work Experience) সম্পন্ন হতে হবে।

বেতন:

অভিজ্ঞতার (Experience) হিসেবে প্রার্থীকে মাসে ১৫ থেকে ৩৯ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:

বাছাই করা প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে। প্রয়োজনে অনলাইনেও ইন্টারভিউ (Online Interview) নেওয়া হতে পারে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ২৩ জুলাই, ২০২৩ এর মধ্যে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখে নিতে পারেন।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker