চাকরির-খবর

এয়ার ইন্ডিয়া কলকাতাতে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়াসহ সমস্ত তথ্য জেনে নিন বিস্তারিত।

যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর! নিয়োগের কথা জানিয়ে Air India প্রকাশ করেছে বিজ্ঞপ্তি।একাধিক শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ভারতীয় যেকোনো নাগরিক (Indian Citizen) এই পদের জন্য আবেদন করতে পারেন। জেনে নিন বিস্তারিত।

নিয়োগকারী সংস্থার নাম (Recruiting Organization Name):

Air India Kolkata

পদের নাম (Post Name):

Cabin Crew

বয়সসীমা (Age Limit):

  • i) এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
  • ii) BMI রেঞ্জের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

কারা আবেদন করতে পারবেন ?

এই চাকরির জন্য শুধুমাত্র মহিলারাই (Only Female Candidate) আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা(Education Qualification):

  • i) এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষাতে (Higher Secondary Examination) ৫০% নম্বরসহ উত্তীর্ণ হতে হবে।
  • ii) ইংরেজি ও হিন্দি (English and Hindi) ভাষাতে দক্ষ হতে হবে।

অন্যান্য দক্ষতা(Other Capabilities):

  • i) প্রার্থীর উচ্চতা ১৫৫ সেমি. হতে হবে।
  • ii) আবেদনকারীর ওজন উচ্চতা অনুযায়ী হতে হবে।
  • iii) আবেদনকারী মহিলাদের শরীরে কোনরকম Visible Tattoos থাকা যাবে না।
  • iv) আবেদনকারীর দৃষ্টিশক্তি স্পষ্ট হতে হবে অর্থাৎ ৬/৬ হওয়া আবশ্যক।

আবেদন প্রক্রিয়া(How To Apply):

  • ১) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ২) সবার আগে প্রার্থীকে সবস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যেতে হবে।
  • ৩) প্রার্থীকে সবার আগে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি (Verified Mobile Number and Email ID) দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ৪) এরপরে সমস্ত যাবতীয় তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করুন।
  • ৫) সমস্ত তথ্য ঠিক মত দেবার পরে Submit করুন। আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Download and Print Out) বের করে ভবিষ্যতের জন্য সঙ্গে রাখুন।
  • ৬) ভবিষ্যতে আপনার দেওয়া মোবাইল নম্বর ও ইমেল আইডিতে এরপর সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য পাঠানো হবে আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে।
  • ৭) আবেদনপত্রটি খুব সাবধানে পূরণ করবেন কারণ পরে Edit করা যাবে না।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents):

i) আপনার আপডেটেড রিজিউম(Updated Resume of Candidate)
ii) আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র(Educational Qualification of the Candidate)
iii) আপনার বয়সের প্রমাণপত্র(Date of Birth Certificate)
iv) আপনার বাসস্থানের প্রমাণপত্র(Proof of address)
v) আপনার পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড(Identity Card)
vii) যদি প্রার্থী এই কাজে অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে সঙ্গে SEP কার্ড নিয়ে আসতে হবে
viii) যদি প্রার্থীর কোনো আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র থাকে সেটি লাগবে

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

আবেদন মুল্য (Application Fees):

কোনোরকম আবেদন মুল্য (Registration Fee) লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process):

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর তারিখ এবং সময়(Interview Date And Time):

আগামী ১২ই জুলাই ঠিক সকাল ৯:৩০ থেকে ১২:৩০ এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউ ঠিকানা(Interview Venue):

Holiday Inn,
Biswa Bangla Sarani,
Near City Centre 2,
Dash Drone, Newtown,
Kolkata – 700136

ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট কী পোশাক পরতে হবে?

এই চাকরির জন্য আবেদনকারী মহিলাদের ইন্টারভিউয়ের দিন অবশ্যই ফর্মাল পোশাক (Formal Dress) পরে আসতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১২ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

Important Link

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker