উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাধ্যতামূলক আধার কার্ড, শিক্ষার্থীদের জন্য জারি হলো নির্দেশিকা।
প্যান কার্ডের(Pan Card) মত বর্তমানে আধার কার্ডও(Aadhaar Card) একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সকল ভারতীয়দের জন্য। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, লেনদেন থেকে শুরু করে যাবতীয় সরকারি ও বেসরকারি কাজে, পরিচয়পত্র হিসাবে বর্তমানে প্রয়োজনীয় ডকুমেন্ট হলো আধার কার্ড। জন্ম থেকে মৃত্যু, সবকিছুর সাথে জড়িয়ে আছে আধার কার্ড। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের(West Bengal HS Candidatses) জন্য আধার কার্ড সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হলো।
উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (High Secondary Exam) বসার জন্য বাধ্যতামূলক আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোন পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই আধার কার্ড সম্পর্কিত এই নতুন নিয়ম লাগু হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের(HS Registration) সময় আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এই মর্মে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে, সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠনরত আছেন, তারা যারা এখনো পর্যন্ত আধার নম্বর জমা দেননি, তাদের আধার নম্বর জমা করতে হবে। আধার নম্বর অনলাইনের মাধ্যমে আপডেট করা যাবে।
আগামী ১৬ই আগস্ট থেকে অনলাইন রেজিস্ট্রেশন, ফর্ম ফিলাপ এবং জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ১৬ অগাস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংসদের পোর্টালে আধার নম্বর (Aadhaar Number) আপডেট করা যাবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHSE) তরফ থেকে জানানো হয়েছে যে, আধার নম্বর আপডেট না করলে শিক্ষার্থীদের এডমিট(HS Admit) পেতে সমস্যার মুখে পড়তে হবে। তাছাড়া পরীক্ষায় বসতেও অসুবিধা হবে। এজন্য শিক্ষার্থীদের অতিসত্বর তাদের আধার নম্বর আপডেট করতে বলা হয়েছে।