শিক্ষার খবর

নতুন ৪ বছরের স্নাতক কোর্স আগের থেকে সহজ না কঠিন? সুবিধা কি? কি বলছেন বিশেষজ্ঞরা? জানুন

জাতীয় শিক্ষা নীতি (NEP 2020)-মেনে রাজ্যে চালু হলো ‘চার বছরের স্নাতক কোর্স(4 Years Graduation Course) প্রোগ্রাম। এবার থেকে স্নাতক স্তরে গ্রাজুয়েশন করতে গেলে তিন বছরের পরিবর্তে চার বছর পড়তে হবে শিক্ষার্থীদের। অনেক ছাত্র-ছাত্রীদের মধ্যেই প্রশ্ন রয়েছে যে, তিন বছরের তুলনায় চার বছরের স্নাতক কোর্স সহজ নাকি কঠিন? তাছাড়া চার বছরের স্নাতক কোর্স করলে আলাদা কি কি সুবিধা পাবেন শিক্ষার্থীরা? তাই নিয়েই মতামত জানালেন রাজ্যের বিশেষজ্ঞরা।

জাতীয় শিক্ষানীতি(National Education Policy 2020) মেনে চালু হওয়া চার বছরের গ্রাজুয়েশন কোর্সে মোট আটটি সেমিস্টার(Grduation Semester) হবে। প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টার শুরু হবে জানুয়ারি মাস থেকে এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টার শুরু হবে জুলাই মাস থেকে। প্রত্যেকটি সেমিস্টার চলবে ৬ মাস করে।

নতুন স্নাতক কোর্সে নতুন একটি সুবিধা থাকছে, যেটির নাম দেওয়া হয়েছে মাল্টিপল এন্ট্রি ও এক্সিট অপশন (Multiple Entry and Exit System)। এই সিস্টেম অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর শেষ হবার পর পড়ুয়ারা তাদের কোর্স ছাড়তে পারবেন। সেই বছর সেই যোগ্যতা অনুযায়ী তারা সার্টিফিকেট(College Certificate) পাবেন। আবার চার বছর কমপ্লিট করলে তারা গ্রাজুয়েশন সার্টিফিকেট পাবেন।

চার বছরের স্নাতক কোর্স শেষ হবার পর পড়ুয়ারা এক বছরের পোস্ট গ্রাজুয়েশন কোর্স(Post Graduation Course) করতে পারবেন। তার পাশাপাশি ইন্টার ডিসিপ্লিনারি কোর্স’ ও ‘সামার ইন্টার্নশিপের’ সুবিধা থাকছে।

এতদিন পর্যন্ত কলেজ স্তরে উপস্থিতির(College Attendence) উপর ভিত্তি করে পরীক্ষাতে ১০ নাম্বার বরাদ্দ থাকত তবে নতুন পদ্ধতিতে এই উপস্থিতির ভিত্তিতে নম্বর দেওয়ার পুরনো নিয়মটি উঠে যাচ্ছে। এবার বলা হয়েছে অন্তত ৭৫ শতাংশ দিন উপস্থিত না থাকলে পড়ুয়াদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

নতুন এই চার বছরের স্নাতক স্তরের সিস্টেমে পড়ুয়ারা বিভিন্ন রকম নিয়ম কানুনের মুখোমুখি হলেও তারা যে অভিজ্ঞতা সঞ্চয় করবেন, তা তাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। তাছাড়া সমস্ত নিয়ম সঠিকভাবে মেনে চললে পড়াশোনাকে কঠিন বলে মনে হবে না ছাত্রছাত্রীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker