ফিসারি সায়েন্সেসে স্নাতকে পড়ার সুযোগ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে, জানুন বিস্তারিত।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফিসারি সায়েন্সেসে স্নাতকে পড়ার সুযোগ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে। ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যে সমস্ত শিক্ষার্থীরা ফিসারি সায়েন্স নিয়ে পড়তে চান, তারা আবেদন করতে পারেন। বর্তমানে অনেক শিক্ষার্থীরাই ফিসারি সায়েন্স(Fishery Sciences) নিয়ে পড়ছেন। এই বিষয়টি পড়লে আগামী দিনে কাজের সুযোগ রয়েছে বেশ কিছু।
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে(West Bengal University of Animal and Fishery Sciences) পড়ানো হবে এই বিষয়টি(BFSC Admission 2023)। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত।
Table of Contents
মোট আসন-
মোট আসন সংখ্যা রয়েছে ৪৪টি।
শিক্ষাগত যোগ্যতা-
শিক্ষার্থীকে ভারতের নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গ নিবাসীও হতে হবে। যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। দ্বাদশ শ্রেণীতে বিষয় হিসেবে ইংরেজি, জীববিদ্যা, রসায়ন এবং পদার্থবিজ্ঞান থাকা বাঞ্ছনীয়।
বয়সসীমা-
আবেদনকারীর বয়স অবশ্যই ১৭ বছরের বেশি হতে হবে।
আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে West Bengal University of Animal and Fishery Sciences এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ-
13/09/2023
মেধা তালিকা প্রকাশ হবার তারিখ-
20/09/2023
এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
Official Website- Click Here