Resultশিক্ষার খবর

HS Result 2023: প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক রেজাল্ট, কিভাবে দেখবেন?এখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (High Secondary Exam West Bengal)। West Bengal Council Of Higher Secondary Education এর অধীনে প্রত্যেক বছর ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার (High Secondary Exam West Bengal) আয়োজন করা হয়। 

আজ ২৪ মে, ২০২৩ তারিখে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল(High Secondary Exam Result 2023)। চলতি বছরের 14 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত চলেছিল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার জন।  ছাত্রছাত্রীরা বহুদিন ধরেই ফলাফলের জন্য অপেক্ষা করে আসছিলেন। অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো।

প্রেস কনফারেন্স(Press Conference HS) এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সকাল 12টায়। তার প্রায় কিছু সময় পর থেকেই ছাত্র-ছাত্রীরা অনলাইনের মাধ্যমে তাদের ফলাফল চেক করতে পারবেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিভাবে চেক করবেন?

(How To Check High Secondary Exam Result?)

উচ্চ মাধ্যমিকের ফলাফল চেক করা যায় অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে।নিম্নলিখিত ওয়েবসাইটগুলি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের ফলাফল অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন।

১. http://wbresults.nic.in

২. www.exametc.com

৩.www.results.shiksha

৪. www.indiaresults.com

৫. www.jagranjosh.com

৬. www.technoindiagroup.com

৭. abplive.com

৮. www.aajkaal.in

৯. abpeducation.com

১০. www.news18bangla.com

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023 (WBCHSE Result 2023) দেখার জন্য Google Play Store থেকে ‘WBCHSE Results 2023’ মোবাইল অ্যাপটি ডাউনলোড  করতে হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।

রেজাল্ট চেক করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র রোল নাম্বার বসালেই রেজাল্ট দেখা যাবে। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশিত হলো। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কসিট মিলবে ৩১শে মে থেকে।

এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা উচ্চমাধ্যমিক কারন করোনাকালে এই পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছিলো। সুতরাং ছাত্রছাত্রীদের মনে রেজাল্ট নিয়ে একটা প্রবল উত্তেজনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker