শিক্ষার খবর

পৃথিবীর সব থেকে কঠিন দশটি পরীক্ষার তালিকায় চারটিই ভারতের, তালিকায় কি কি আছে দেখুন।

ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হবার পর থেকে শুরু হয়ে যায় তাদের পরীক্ষার পর্ব। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাইস্কুল, তারপর কলেজ, University সহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানেই পরীক্ষার পর্ব চলতে থাকে চাকরি পাওয়ার আগে পর্যন্ত। শুধুমাত্র ক্লাসের পরীক্ষা নয়, তার সাথে থাকে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা(Entrance Exam)। যে কোন পরীক্ষায় বসার আগে তার প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন, তবেই আসে সাফল্য।

তবে বেশ কিছু পরীক্ষা আছে, যেগুলি এতটাই কঠিন যে, তাতে উত্তীর্ণ হওয়া মোটেই সহজ কথা নয়। কোনো পরীক্ষার সহজ নাকি কঠিন, তা নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের উপর। পরীক্ষার জন্য কেমন প্রিপারেশন এর প্রয়োজন, কতটা সময় প্রয়োজন, পাশের হার কত, কত নম্বর পেলে পাশ করা যায় ইত্যাদি বিষয়গুলির ওপর পরীক্ষা সহজ নাকি কঠিন তা নির্ভর করে। একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, পৃথিবীর ১০ টি কঠিন পরীক্ষাগুলির(Top 10 Toughest Exam In World) তালিকা। পৃথিবীর সব থেকে কঠিন দশটি পরীক্ষার তালিকায় চারটিই ভারতের, তালিকায় কি কি আছে দেখুন।

গাওকাও পরীক্ষা:

এটি চীনের একটি পরীক্ষা। ৯ ঘণ্টা ধরে পরীক্ষাটি দিতে হয়। প্রত্যেক বছর এই পরীক্ষায় বসেন চীনের ১২ লক্ষর বেশি পরীক্ষার্থী।

IIT,JEE EXAM:

কঠিন পরীক্ষাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের IIT,JEE EXAM। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার আগে এই পরীক্ষাটি দিতে হয়। প্রস্তুতির জন্য সময় পাওয়া যায় দু’বছর।

UPSC Exam:

ভারতের অন্যতম বড় এবং কঠিন পরীক্ষা হলো UPSC Civil Service Exam, প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী IPS, IAS হবার স্বপ্ন দেখে UPSC পরীক্ষায় বসেন। মাত্র কিছু পরীক্ষার্থীরাই সফলতার মুখ দেখেন। কঠিন পরীক্ষাগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই পরীক্ষাটি

মীনসা পরীক্ষা:

এটি ইংল্যান্ডের একটি পরীক্ষা। কঠিন পরীক্ষাগুলির মধ্যে এটি আছে ৪ নম্বরে।

জিআরই এবং সিএফএ:

আমেরিকা এবং কানাডায় এই পরীক্ষাগুলি অন্যতম কঠিন দুটি পরীক্ষা। দুটি পরীক্ষাতেই পাশ করা বেশ কঠিন।

CCIE Exam:

এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষা। কঠিন পরীক্ষাগুলির তালিকায় এটি রয়েছে ৭ নম্বরে।

Gate Exam:

কঠিন পরীক্ষাগুলির তালিকায় অষ্টম স্থানে রয়েছে ভারতের গেট পরীক্ষা(GATE Exam)। পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস সময় পাওয়া যায়। এটি একটি জাতীয় স্তরের পরীক্ষা।

USMLE, ক্যালিফোর্নিয়া বার এক্সাম:

কঠিন পরীক্ষাগুলির তালিকায় নবম ও দশম স্থানে রয়েছে আমেরিকার এই পরীক্ষা দুটি। এই পরীক্ষা দুটিও বেশ কঠিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker