শিক্ষার খবর

JU Internship 2023: ইন্টার্নশিপের সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিস্তারিত জেনে নিন।

যাদবপুর বিশ্ববিদ্যালয় দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ (JU Internship 2023)। সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের তরফে। কোন বিভাগের জন্য শিক্ষানবিশ (Internship) দেওয়া হবে এবং কী আবেদনের শর্তাবলী সেসব বিশদে জানতে চাইলে প্রতিবেদনটি (Article) ভালোভাবে পড়ুন।

প্রসঙ্গত বলে রাখা ভালো যে, Science and Engineering Research Board-department of Science and Technology অর্থাৎ SIRB -DST এর অধীনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) হতে চলেছে এই বিশেষ প্রকল্পের কাজ।

প্রকল্পের নাম:

Development of Micropornus Material as Heterogeneous Catalysis for Photocatalytic and Electrocatalytic Conversion of Co2

কোন বিভাগের জন্য শিক্ষানবিশ (Scholarship) শুরু হতে চলেছে?

রসায়ন বিভাগের (Chemistry Department) জন্য চলছে এই বিশেষ প্রকল্পের কাজ।

তত্ত্বাবধানে কোন শিক্ষক আছেন?

রসায়ন বিভাগের সহকারী (Assistant of Chemistry Department) অধ্যাপক ড. অসমঞ্জয় ভুঁইয়া এই প্রকল্পটির তত্ত্বাবধানে আছেন।

কারা কারা আবেদন করতে পারবেন?

যে সমস্ত শিক্ষার্থীরা রসায়ন বিষয়টি (Chemistry Subject) নিয়ে স্নাতকোত্তর স্তরে (Masters Degree) পড়াশোনা করেছেন এবং নুন্যতম ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র তাঁরাই আবেদন জানাতে পারবেন।

আবশ্যিক দক্ষতা:

প্রার্থীর অবশ্যই Synthetic Organic বা Inorganic Chemistry বিষয়ে জ্ঞান (Knowledge) থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

অনলাইনে Interview (Online Interview) এর মাধ্যমে বাছাই করা হবে যোগ্য প্রার্থীদের।

বৃত্তি হিসেবে মাসিক কত টাকা পাবেন Intern?

মাসিক পাঁচহাজার টাকা করে বৃত্তি হিসেবে পাবেন ইন্টার্ন পদে থাকা ব্যক্তি।

প্রকল্পের মেয়াদ:

প্রকল্পটি দুই মাসের।

আবেদন পদ্ধতি:

  • i) সবার আগে আবেদনকারীকে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিতে (Notification) দেওয়া ইমেল আইডিতে (E-mail Id) মেল করতে হবে।
  • ii) মেলের মাধ্যমেই যাবতীয় জরুরি তথ্য (Important Document) পাঠাতে হবে আবেদনপত্রের সঙ্গে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যেতে পারেন।

Important Link
Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker