টেকনোলজি

Free Aadhaar Update: সময়সীমা বাড়ল বিনামূল্যে আধার আপডেটের। জেনে নিন বিস্তারিত।

আধার কার্ড ব্যবহারকারীদের (Aadhaar Card User) জন্য দারুণ সুখবর। বিনামূল্যে যে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করা হচ্ছিলো তার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার(Central Government)। আগে কথা ছিল যে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে ১৪ই জুন, ২০২৩ অবধি তবে এবার তার সময়সীমা বাড়ানো হলো। UIDAI এর তরফে জানানো হয়েছে সেই বার্তা।

কতদিন বাড়ানো হলো সময়সীমা? আদৌ কি ফ্রীতে হবে সময় বৃদ্ধির পরে? সব প্রশ্নের উত্তর এখানে, আমাদের প্রতিবেদনে। ভালোভাবে পড়ুন প্রতিবেদনটি এবং জেনে নিন বিস্তারিত। (Free Aadhaar Update Deadline Extended)

এখন আপনার আধার কার্ড আপডেট করার জন্য সময় বৃদ্ধি করা হলো আরো তিন মাস। অনলাইনের মাধ্যমেও (Through Online) করতে পারেন এই আপডেট। UIDAI জানিয়েছে যে, ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত আপনি আধার কার্ডে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ আপলোড (Identity and Proof of Address Upload) করতে পারবেন।

UIDAI ওয়েবসাইট (Website) অনুযায়ী অনলাইনে আপনি বিনামূল্যেই আপডেট করতে পারবেন আপনার আধার কার্ড myaadhaar.uidai.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তবে CSC কেন্দ্রে আপডেট (Update) করতে গেলে আপনাকে ২৫ টাকা চার্জ দিতে হবে।

UIDAI-এর মাধ্যমে কিভাবে করবেন আধার কার্ড আপডেট? জেনে নেওয়া যাক ধাপে ধাপে।

i) সবার আগে UIDAI এর ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in এ যেতে হবে গ্রাহককে।
ii) এবারে গ্রাহককে লগইন (Login) করতে হবে ও নিজের নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং ঠিকানা (User’s Name, Gender, Date of Birth and Address) বেছে নিতে হবে।
iii) এবারে Update Aadhaar অপশনে ক্লিক করুন।
iv) এবারে Address অথবা অন্যান্য তথ্য আপডেট করার অপশনে ক্লিক করুন।
v) যেসব তথ্য আপনার কাছে বর্তমান, সেইসব তথ্য স্ক্যান করে আপলোড করুন(Scan and Upload)।
vi) এবারে আপনি একটি URN নম্বর পাবেন আপনার মোবাইল নম্বরে এসএমএস (SMS) এর মাধ্যমে। সেটি সংরক্ষিত করুন ভবিষ্যতের জন্য।

ব্যস এখানেই আপনার কাজ প্রায় শেষ। এবারে গ্রাহক https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus-এই ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) হলো কিনা সেটি ট্র্যাক (Track) করে নিতে পারবেন।

আচ্ছা এবার কাদের কাদের আধার কার্ড আপডেট করা জরুরি তা জানা যাক।

i) যখন একজন ভারতীয় মহিলা বিবাহ করেন তখন ভারতীয় নিয়মে তাঁর পদবী পরিবর্তন ( Change of Surname) ঘটে। তাঁদের এই সময়ে বিনামূল্যে আধার কার্ড আপডেট করে নেওয়া জরুরি।
ii) এছাড়া স্বাভাবিকভাবে যদি আধার কার্ডের মধ্যে আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা বা অন্যান্য কোনো তথ্য ভুল থাকে তাহলে সত্ত্বর করে ফেলুন এই সময়ে ফ্রিতে আধার কার্ড আপডেট।
iii) আপনার আধার কার্ডের বয়স ১০ বছর বা তার বেশি হয়ে গেলেই আধার কার্ড আপডেট করতে অনুরোধ করেছে UIDAI Authority এর তরফে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker