টেকনোলজি

YouTube Earning Tips: ইউটিউব থেকে টাকা ইনকাম করার সহজ ৪টি পদ্ধতি। জেনে নিন সবিস্তারে।

বর্তমান সময়ে ইউটিউব খুব ভালো একটি অপশন (Option) টাকা রোজগারের জন্য। YouTube একটি জনপ্রিয় মাধ্যম যেটির মাধ্যমে মানুষ সারাদিন কাজের পরে একটু উপভোগের সুযোগ পায়। এই উপভোগের কারণ হয়ে উঠতে পারেন আপনিও। কিভাবে? আসুন জানা যাক।

আপনি নিশ্চয়ই অনেকের কাছেই শুনে থাকবেন যে ইউটিউব এর মাধ্যমে প্রচুর টাকা আয় করা সম্ভব কিন্তু কিভাবে ইউটিউবকে কাজে লাগালে এবং কোন পদ্ধতিতে ব্যবহার করলে আপনি টাকা রোজগার করতে পারবেন বা আপনার আয়ের পরিমাণ বেশি হবে সেটি হয়তো আপনাকে কেউ বলে দেয়নি।

সেই কারণে আজ আপনাদের জন্য আমরা এমন কিছু টিপস বা উপায় নিয়ে এসেছি এই প্রতিবেদনের মাধ্যমে যার সাহায্যে আপনারা ইউটিউবকে ঠিক ভাবে কাজে লাগিয়ে আয় করতে পারেন। ভালো করে পড়ুন প্রতিবেদনটি। (4 easy ways to earn money from YouTube)

১) ইউটিউব প্রোগ্রাম পার্টনার(YouTube Programme Partner):
ইউটিউবে প্রোগ্রাম পার্টনার হলো অর্থ উপার্জন করার একটি ভালো উপায়। আপনি এখানে যুক্ত হয়েও অর্থ উপার্জন করতে পারেন। কিন্ত এর জন্য একটি প্রধান শর্ত আছে। সেটি হলো:

i) ইউটিউব প্রোগ্রাম পার্টনারে যোগ দেবার যোগ্য হওয়ার জন্য, আপনার চ্যানেলে একবছরের মধ্যে কমপক্ষে একহাজার সাবস্ক্রাইবার (1k Subscribers Within 1Year) থাকতে হবে।

কিভাবে দ্রুত পাবেন এই সংখ্যক সাবস্ক্রাইবার(Subscriber)?
আপনি আপনার পাবলিশ করা যে কোনো বা সব ভিডিওতে ৪ হাজার ঘণ্টা ‘ভিউয়ারশিপ টাইম’ (Viewership Time) থাকতে হবে। আপনি একবার ইউটিউব প্রোগ্রাম পার্টনারে যোগ দিলে, আপনি আপনার ভিডিওগুলোতে দেখানো বিজ্ঞাপনগুলো থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন।

২) ইউটিউবে পণ্য বিক্রি(Selling Products on YouTube):
ইউটিউবে পণ্য বিক্রি হলো অর্থ উপার্জনের আরেকটি উপায়। পণ্য উপার্জনের অর্থ হলো যে আপনি ব্যবসা করতে পেতে পারেন অথবা আপনার ধরনের চ্যানেলই হোক না কেন সেখানে আপনি জামাকাপড় অর্থাৎ শাড়ি, কুর্তি, ছেলেদের জামাকাপড়, টুপি বা মগের মতো কিছু পণ্যের নিজস্বতা নিয়ে আসতে পারেন।

এগুলি আপনার চ্যানেলের মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন। আপনার পণ্য দেখে কেউ কিনলে আপনার উপার্জন হবে বা অন্যের পণ্য প্রচার ভিডিও তৈরি করে ও তাদের পণ্য বিক্রি করেও কমিশন (Commission) উপার্জন করতে পারেন।

৩) স্পন্সর কন্টেন্ট তৈরি করে উপার্জন(Earning with Sponsor Content):
ইউটিউবে অর্থ উপার্জন করার আরেকটি ভালো উপায় হলো স্পন্সর কন্টেন্ট (Sponsor Content) তৈরি করা। এই স্পন্সর কন্টেন্ট কী তা বিস্তারিত বলি।

যখন আপনি একটি ভিডিও তৈরি করে কোনো একটি পণ্য বা পরিষেবাকে ভীষণ মাত্রায় প্রচার করেন তখন সেটিকে স্পন্সর কন্টেন্ট বলা হয়। তবে এইভাবে অর্থ রোজগার করার জন্য আপনাকে প্রথমে একটি এমন কোম্পানি খুঁজে বের করতে হবে যারা আপনার ভিডিও স্পনসর করতে চাইবে। এরকম কোম্পানি পেয়ে গেলে তারপর তৈরি করুন আপনার ভিডিও।

৪) ইউটিউব শর্টস(YouTube Sorts):
এটি বর্তমানে খুব জনপ্রিয়। প্রধানত ৬০ সেকেন্ড বা তার থেকে সামান্য কম সময়ের হয় এই ইউটিউব শর্টস(YouTube Sorts)।এই উপায়েও প্রচুর আয় করতে পারেন আপনি।

আসলে ইউটিউবেরই একটি সংযোজন হলো এই ইউটিউব শর্টস। শর্টসে ব্যবহারকারীরা সব ৬০ সেকেন্ড অবধি সময়ের ছোট ভিডিও তৈরি করে শেয়ার করতে পারেন।

এই ইউটিউব শর্টস্ বর্তমানে ভীষণ ভাইরাল (Viral) হচ্ছে। ভাইরাল হওয়া মানেই জনপ্রিয় হওয়া। এমনকি এই ভিডিওগুলির মাধ্যমে আপনি দিয়ে আপনার চ্যানেলে মানিটাইজেশন (Monetization) করতে পারেন।

আশা করছি যে এই প্রতিবেদনের মাধ্যমে ইউটিউবের সাহায্যে কিভাবে আপনি সহজেই আয় করতে পারবেন তা বোঝাতে পেরেছি। প্রতিবেদনটি আপনার উপকার করে থাকলে আপনার বন্ধু বা চেনা পরিচিত যাঁরা ইউটিউব নিয়ে এগোতে চান অর্থ উপার্জন করার জন্য, তাঁদের সঙ্গে শেয়ার করুন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker