চাকরির-খবর

Port Recruitment: কলকাতা ডক কমপ্লেক্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি লেনের ডক কমপ্লেক্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত শনিবার এই বিজ্ঞপ্তি জারি হয় সংস্থার তরফে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া, শূন্যপদের সংখ্যা ইত্যাদি সমস্ত বিষয়ে বিশদে জানুন। (Shyama Prasad Mukherjee Port Recruitment)

পদের নাম:
Senior Deputy Manager

শূন্যপদের সংখ্যা:
১টি।

আবশ্যিক যোগ্যতা:
১) আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical/Electronics and Communication Engineering এ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২) আবেদনকারীর অবশ্যই Industrial/Commercial/ রাষ্ট্রায়ত্ত সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে এগজিকিউটিভ পদে (Executive Officer) চাকরির অন্তত নয় বছরের অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।

বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন হবে ৮০,০০০/- টাকা থেকে ২,২০,০০০/- টাকা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া:
i) সাধারণ ভাবে কম্পোজিট পদ্ধতির (Composite Technic) মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।
ii) কিন্তু যদি আবেদনকারীর সংখ্যা কম থাকে, তা হলে সরকারি সংস্থার অফিসারদের ডেপুটেশনের (Deputation) ভিত্তিতে নিয়োগ করা হবে।
iii) উপরোক্ত দুটি পদ্ধতিই যদি কার্যকর করা সম্ভব না হয়, তাহলে সরাসরি (Direct Interview) যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীরা প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখুন।
ii) এবার বিজ্ঞপ্তিতে দেখবেন একটি ফরম্যাট (Format) দেওয়া আছে আবেদন করার জন্য।
iii) সেই ফরম্যাটে আবেদনপত্রটি পূরণ করতে হবে।

আবেদনপত্রটি পূরণ করার পরে আবেদনপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন জমা দেবার শেষ দিন কবে?
আবেদনপত্রসহ সমস্ত জরুরি নথি জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ জুন, ২০২৩ সাল।

আরো বিস্তারিত খবর জানার জন্য প্রার্থীরা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker