অন্যান্যচাকরির-খবর

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নিয়োগ, শূন্যপদের সংখ্যা সহ জানুন বিস্তারিত।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ NSOU তে নিয়োগের সুযোগ। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। চুক্তিভিত্তিক (Contractual) এই নিয়োগের জন্য নেওয়া হবে সরাসরি ইন্টারভিউ (Direct Interview)। শূন্যপদ কতগুলি আছে, শিক্ষাগত যোগ্যতা কি ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

পদের নাম:

Professor

শূন্যপদের সংখ্যা:

১টি।

কোন বিষয়ে নিয়োগ:

English Language Teaching অর্থাৎ TLT বিষয়ে পড়ানোর জন্য নিয়োগ।

বয়সসীমা:

প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৮ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মেই নিযুক্ত ব্যক্তিকে মাসিক বেতন প্রদান করা হবে।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনকারীকে অবশ্যই UGC অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয়/ সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ/ সরকারি কলেজের ইংরেজি/ ভাষাতত্ত্ব/ ELT বিষয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর/ অ্যাসোসিয়েট প্রফেসর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে।

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীকে।

ইন্টারভিউয়ের তারিখ:

আগামী ১ এপ্রিল দুপুর সাড়ে ১২টায়।

ইন্টারভিউ নেওয়ার ঠিকানা:

সল্টলেকে বিশ্ববিদ্যালয়ের হেড কোয়ার্টারে (Headquarters of the University) ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ওইদিন নিজের যাবতীয় তথ্য সমেত দুপুর ১২টার মধ্যেই যথাস্থানে উপস্থিত হতে হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: https://www.wbnsou.ac.in

-Written by Riya Ghosh

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker