রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী পদে চাকরি, আবেদন চলছে
মালদা মহকুমা কার্যালয়ের তরফ থেকে মালদহের সমস্ত গ্রাম পঞ্চায়েত উপকেন্দ্রের অধীনে আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কমবেশি সবাই জানি যে আশা কর্মী প্রধানত মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্যই কর্মক্ষেত্র বিস্তার করে।
মালদা জেলা -এ অনেক মহিলা চাকরিপ্রার্থী বা যাঁরা নিজের পায়ে দাঁড়াতে চান, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ এটি। এই প্রতিবেদনে আমরা সবকিছু বিশদে আপনাদের জানাবো।
পদের নাম: আশা কর্মী
বিভাগ: গ্রামীণ স্বাস্থ্য
মোট শূন্যপদ: ৪১ জন
মাসিক বেতন: ৪৫০০ এবং পরে আরো বাড়তে পারে।
আবেদন শুরু: ৩রা মার্চ, ২০২৩ সাল
আবেদন শেষ: ১৮ই মার্চ, ২০২৩ সাল
বয়সসীমা: সাধারণ ক্যাট্যাগরির ক্ষেত্রে ৩০থেকে ৪০বছর এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ২২থেকে ৪০বছর অবধি।
আবশ্যিক যোগ্যতা:
i) শুধুমাত্র বিবাহিত/বিধবা/আইনগত ডিভোর্সি মহিলারা আবেদন করতে পারবেন।
ii) সরকার দ্বারা স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাস বা এর সমতুল্য পড়াশোনা করে উত্তীর্ণ হতে হবে।
iii) গ্রামের স্থায়ী বাসিন্দা যেখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ মালদা জেলার সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:
উক্ত পদে আবেদনের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি:
i) প্রথমে, মালদা আশা অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যান এবং নির্দেশাবলী সাবধানে পড়ুন।
ii) তারপরে আপনার ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত, উপকেন্দ্র এবং আসন নির্বাচন করুন।
iii) তারপর Personal Details সঠিক ভাবে পূরণ করুন।
iv) শিক্ষার বিবরণ এবং অতিরিক্ত বিবরণ পূরণ করুন।
v) দরকারি নথিগুলি আপলোড করুন।
vi) এবার আশা অনলাইন ফর্ম জমা দিন।
Important Links:
Official Notification(1): Download Now
Official Notification(2): Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here
-Written by Riya Ghosh