চাকরির-খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ। ইতিহাস নিয়ে পড়ে থাকলে এই সুযোগ হাতছাড়া করবেন না। জেনে নিন বিস্তারিত।

ইতিহাস (History) নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) একটি বিশেষ গবেষণার (Research) কাজে সহায়ক নিয়োগ করা হবে। সেই কথা জানিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেনে নিন বিস্তারিত।

বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে হবে এই গবেষণা?

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে (History Department of the University) হবে এই গবেষণা।

প্রকল্পটি কোন সংস্থার তরফে করা হবে?

Indian National Science Academy এর তরফে করা হবে এই গবেষণা প্রকল্প।

পদের নাম:

Research Assistant

শূন্যপদ:

1টি।

প্রকল্পের নাম:

Women Healthcare and Role of Vernacular Press in Colonial Bengal অর্থাৎ নারী চিকিৎসা এবং ঔপনিবেশিক বাংলায় বাংলা সংবাদপত্রের ভূমিকা।

প্রজেক্টের তত্বাবধান কে করবেন?

প্রফেসর মহুয়া সরকার(Professor Mohuya Sarkar)।

আবশ্যিক যোগ্যতা:

i) যেসব প্রার্থীর ইতিহাসে স্নাতকোত্তর (Masters) বা M.Phil -এ ন্যূনতম ৫৫% নম্বর আছে তাঁরাই আবেদন করতে পারবেন।
ii) যেসব প্রার্থীর ‘History of Science’ এ Phd ডিগ্রি আছে তাঁদের এই পদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

i) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

বেতন:

প্রার্থী নিয়োগের পর মাসিক বৃত্তির পরিমাণ হবে ১৮,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) ইচ্ছুক প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের Information Centre থেকে সংগ্রহ করা আবেদনপত্র এবং নিজের অন্যান্য জরুরি নথি (Important Document) নিয়ে ইন্টারভিউ নেওয়ার (Interview Date) দিন যথাস্থানে উপস্থিত হতে হবে।

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারিউয়ের তারিখ ও সময়:

আগামী ১৭ জুলাই দুপুর ১২টায় নিয়োগের ইন্টারভিউ (Interview) হবে।

ইন্টারভিউ নেওয়ার স্থান:

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ(History Department of University)।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (Website of University) দেখতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker