শিক্ষার খবর

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে M.Tech কোর্সে ভর্তি চলছে, জেনে নিন খুঁটিনাটি।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University) রয়েছে M. Tech অর্থাৎ Master of Technology নিয়ে পড়াশোনা করার সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত।

কোন বিভাগে পড়ানো হবে?

বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ বর্ষে Computer Science and Engineering Department এ পড়ানো হবে M.Tech ডিগ্রির জন্য।

আসন সংখ্যা:

১৮টি।

কারা আবেদন করতে পারবেন?

  • i) যে সমস্ত পড়ুয়া Computer Science and Engineering বিষয়ে Bachelor of Engineering অর্থাৎ BE/Bachelor of Technology অর্থাৎ B.Tech ডিগ্রি অর্জন করেছেন তাঁরা আবেদনের যোগ্য।
  • ii) যেসব পড়ুয়ারা Master of Computer Application অর্থাৎ M.CA কিংবা Computer Science অথবা Data Science নিয়ে Master of Science অর্থাৎ Msc ডিগ্রির পড়াশোনা করেছেন, তাঁরাও আবেদনের জন্য যোগ্য।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) পড়ুয়াদের প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of Kalyani University) যেতে হবে।
iii) ‘Homepage’ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গিয়ে সেখানে থাকা লিঙ্কে গিয়ে নিজের নাম নথিভুক্ত (Enlisted) করতে হবে।
iv) এর পর সেই লিঙ্কেই নিজের শিক্ষাগত যোগ্যতা-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড (Upload Important Documents) করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ:
আগ্রহী পড়ুয়াদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে প্রবেশিকা পরীক্ষার (Admission Test) বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

প্রবেশিকা পরীক্ষার তারিখ(Date of Admission Test):
পরীক্ষা আগামী ৭ এবং ৮ অগস্ট নেওয়া হবে।

চূড়ান্ত মেধাতালিকা (Final Merit List) প্রকাশিত হবার তারিখ:
আগামী ১১ অগস্ট, ২০২৩ সাল।

ই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (Website of Kalyani University) দেখে নিতে হবে।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker