শিক্ষার খবর

মাধ্যমিকের অঙ্ক প্রশ্নে বড়ো ভুল, Attend করলেই পাওয়া যাবে মার্কস; বাড়বে গড় নম্বর।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত হয়েছিল পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী ১৫ থেকে ১৭ মে-র মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাধ্যমিকের রেজাল্ট(Madhyamik Result 2023) বের হওয়ার। তারই মধ্যে হঠাৎ মাধ্যমিক পরীক্ষার অংক প্রশ্নর একটি ভুলের খবর সামনে এসেছে। মাধ্যমিকের রেজাল্ট আউট হবার কিছুদিন আগেই এই ভুল সবার সামনে আসায় নতুন সিদ্ধান্ত নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের অংক প্রশ্নে একটি মারাত্মক ভুল রয়েছে(Madhyamil Math Wrong Question) , এই অভিযোগ করেন রাজ্যের একজন গণিত বিষয়ের শিক্ষক। মধ্যশিক্ষা পর্ষদের কাছে তিনি দাবি করেছেন ওই ভুল প্রশ্নের নম্বর সমস্ত শিক্ষার্থী কে দিয়ে দেবার জন্য। বাড়তি এই নম্বর শিক্ষার্থীদের দিলে শিক্ষার্থীদের গড় নম্বর অনেকটাই বাড়বে, আর তার সাথে বাড়বে পাশের হারও।

সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার অংক প্রশ্নের একটি প্রশ্ন নিয়ে হৈচৈ পড়ে গেছে শিক্ষা মহলে। প্রশ্নটি ছিল, “প্রমান করো যে, বৃত্ত মধ্যস্থ ট্র্যাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম।”

তবে গণিতের উপপাদ্য অনুযায়ী এই বিষয়টি সম্পূর্ণ অসম্ভব। কারণ বৃত্তস্থ ট্রাপিজিয়াম কখনোই সমদ্বিবাহু হয় না। রাজ্যের গণিতের এক শিক্ষক আব্দুল হালিম পর্ষদের এই প্রশ্নের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে জানান যে, বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম – এটি সত্যি নয়। ওই শিক্ষক দাবি করেছেন যে , ২০২৩ সালে যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় ২.১০ এর ওই প্রশ্নের উত্তরটি করেছেন, তাদের সবাইকে নম্বর দিয়ে দেওয়া জন্য।

রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করেছে, যে সমস্ত পরীক্ষার্থীরা ঐ প্রশ্নটি কোনোভাবে করে এসেছেন, তাদের সবাইকে ওই প্রশ্নটির জন্য ২ নম্বর দিয়ে দেওয়া হবে। এতে করে ছাত্রছাত্রীদের মোট নম্বর বাড়বেই, তাছাড়া মাধ্যমিক পরীক্ষার Rank এবং পাশের হারেও দেখা যাবে বিরাট পরিবর্তন।

রেজাল্টের পরিবর্তনের জন্য ফলাফলের দিনও পরিবর্তন হতে পারে। তবে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন তারিখ(Madhyamik Result Out Date) জানানো হয়নি, যে তারিখে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে আশা করা যাচ্ছে যে আগামী ১-২ সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker