শিক্ষার খবর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে AI কোর্স, খরচ মাত্র ৩০০০ টাকা।

বর্তমানে সমগ্র পৃথিবী নতুন একটি বিষয়ের সাথে পরিচিত হয়েছে, সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সর্বত্র ব্যবহার করা হচ্ছে। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, নিউজ ইত্যাদি বহু ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অবগত করাতেই নতুন একটি উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়(Vidyasagar University)।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) সার্টিফিকেট কোর্সের আসন সংখ্যা, আবেদন পদ্ধতি, কোর্স মূল্য ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

কারা ভর্তি হতে পারবেন?

শিক্ষার্থীরা এবং শিক্ষক শিক্ষিকারা উভয়েই এই কোর্সে ভর্তি হতে পারবেন। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন যে, এলাকার পাশাপাশি যদি বাইরে থেকেও কেউ এই কোর্সে(AI Certificate Course) ভর্তি হতে চান, তাহলে তাদেরকেও সুযোগ দেওয়া হবে।

কতদিনের কোর্স হবে?

মোট ছয় মাস ধরে চলবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স টি। সান্ধ্যকালীন ক্লাসে কোর্সটি করানো হবে।

আবেদন মূল্য-

ছয় মাসের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্টিফিকেট কোর্সের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে মাত্র ৩০০০ টাকা, যা অন্যান্য কোর্স খরচের তুলনায় অনেকটাই কম।

কলেজের অধ্যক্ষ জানিয়েছেন যে, এই কোর্সের জন্য সরকারিভাবে কোন রকম সাহায্য পাওয়া যায়নি। কলেজের উদ্যোগেই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন মূল্য বাবদ যা নেওয়া হবে, শিক্ষার্থীদের কল্যাণ এর কাজেই সেটা ব্যবহার করা হবে। পাশাপাশি বাইরে থেকে যদি কোন রকম ইন্সট্রুমেন্ট বা কোন রকম সরঞ্জাম কিনতে হয়, তারও ব্যবস্থা করবে কলেজ কর্তৃপক্ষ।

কবে থেকে ক্লাস শুরু হবে?

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে পুজোর আগেই ক্লাস শুরু করে দেওয়া হবে।

আসন সংখ্যা কত?

প্রাথমিকভাবে ৪০ টি আসনে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হচ্ছে। পরবর্তীকালে যদি আরও বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে চান, সেক্ষেত্রে আসন সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।

আবেদন পদ্ধতি-

কলেজ কর্তৃপক্ষ মারফত জানানো হয়েছে যে, যে সমস্ত শিক্ষার্থীরা উক্ত সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে চান, তারা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে আবেদন করতে পারেন।

অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সরাসরি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker