খবর

অগাস্ট থেকে হতে চলেছে নতুন নিয়ম জারি, জেনে রাখুন নইলে সমস্যাতে পরবেন।

আয়কর (Income Tax) বিষয়ে যাঁরা অবগত তাঁরা সকলেই জানেন যে ২০২৩-২৪ এর ITR এর সময়সীমা গতকাল অর্থাৎ ৩১ জুলাই শেষ হয়েছে। আজ থেকে অর্থাৎ ১ আগস্ট থেকে আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিলের ক্ষেত্রে নেওয়া হবে জরিমানা।এছাড়াও এই মাসে আরো অনেকগুলি পরিবর্তন ঘটতে চলেছে। সেগুলির বিষয়ে বিস্তারিত জেনে রাখুন যাতে পরে সমস্যায় পড়তে না হয়।

১) ITR-এর সময়সীমা(Timelimit of ITR):
গতকাল অর্থাৎ ৩১ জুলাই অবধি ছিল ITR ফাইল করার শেষ দিন। এখনো অবধি সরকারের তরফে সময়সীমা (Timelimit) বৃদ্ধি করা নিয়ে কিছু হয়নি।

নিয়ম অনুযায়ী আজ অর্থাৎ ১ আগস্ট থেকে আয়কর আইন, ১৯৬১-এর ধারা ২৩৪F-এর অধীনে দেরিতে আইটিআর ফাইল (ITR File) করার জন্য ৫ লাখ টাকার উপরে আয়ের জন্য ৫,০০০ টাকা এবং ২.৫ লাখ থেকে ৫ লাখ টাকার মধ্যে উপার্জনকারীদের জন্য ১,০০০ টাকা জরিমানা করা হবে।

২) ই-ইনভয়েসিং বাধ্যতামূলক GST করদাতাদের জন্য(E-invoicing is mandatory for GST taxpayers):
আজ অর্থাৎ ১ অগাস্ট থেকে, সমস্ত GST করদাতাদের জন্য বিশেষত যাদের মোট বার্ষিক Turnover ৫ কোটি টাকার বেশি তাদের জন্য E-Invoicing বাধ্যতামূলক করেছে সরকার। তবে আশঙ্কা করা হচ্ছে যে এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর প্রভাব পড়তে পারে।

৩) অগাস্ট মাসে ব্যাঙ্কের ছুটির দিন(Bank Holidays in August Month):
Reserve Bank of India অর্থাৎ RBI এর ছুটির তালিকা অনুযায়ী এবার থেকে ২০২৩ সালের আগস্টে সমস্ত ব্যাঙ্ক রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সহ ১৪ দিনের জন্য বন্ধ থাকবে।

৪) রাজ্য সরকারের তরফে অগাস্ট মাসে আটটি নির্দিষ্ট ছুটি থাকবে(There will be Eight Fixed Holidays in the Month of August by the State Government):
রাজ্য সরকারের ছুটির দিনগুলো হলো:
i) ৮ অগাস্ট : টেন্ডং লো রুম ফাট (টেন্ডং লো রুম ফাটকে কেন্দ্র করে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে)
ii) ১৫ অগাস্ট : স্বাধীনতা দিবস
iii) ১৬ অগাস্ট : পারসি নববর্ষ
iv) ১৮ অগাস্ট : শ্রীমন্ত শঙ্করদেবের তিথি
v) ২৬ অগাস্ট : ঝুলনযাত্রা
vi) ২৮ আগস্ট : প্রথম ওনাম
vii) ২৯ অগাস্ট : তিরুবনম
viii) ৩০ অগাস্ট : রাখিবন্ধন।

৫) স্টক মার্কেট ছুটির দিন(Holiday in Stock Market):
আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে ভারতীয় শেয়ার বাজার বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির (Weekly Holiday) দিন অর্থাৎ শনিবার ও রবিবার ছাড়া বাকি দিনগুলোতে স্বাভাবিকভাবেই বাজার খোলা থাকবে।

৬) এসবিআই অমৃত কলস(SBI Amrit Kalas):
State Bank of India অর্থাৎ SBI Amrit Kalas Fixed Deposit এর অন্তিম তারিখ ছিল গত ৩০ জুন। সেই সময়সীমা বৃদ্ধি করে এখন ১৫ অগাস্ট পর্যন্ত করা হয়েছে । SBI এর ওয়েবসাইট (Website) অনুসারে, “৪০০ দিনের নির্দিষ্ট মেয়াদের স্কিম’ অমৃত কলস (Amrit Kalas) এর সুদের হার ৭.১০ শতাংশ। Senior Citizen দের জন্য সুদের হার ৭.৬০ শতাংশ।”

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker