১লা এপ্রিল থেকে বদলালো এই ৮ টি নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন আপনিও।
সম্প্রতি শেষ হলো একটি অর্থ বর্ষ এবং ১লা এপ্রিল,২০২৩ থেকে শুরু হলো নতুন অর্থবর্ষ। প্রত্যেক অর্থ বর্ষেই বেশ কিছু পরিবর্তন করা হয় যেগুলি সাধারণ মধ্যবিত্ত নাগরিকদের জন্য সুবিধাজনক এবং অসুবিধাজনক দুটিই হয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে এবারের অর্থবর্ষ সাধারণ নাগরিকদের জন্য খুব একটা সহজ হবে না।
নতুন অর্থবর্ষের শুরুতেই ভারতের অর্থনীতি সংক্রান্ত বেশ কয়েকটি নিয়ম বদলাতে চলেছে। ১ এপ্রিল থেকে বদলাতে চলেছে এই নিয়মগুলি। নিচে বদলে যাওয়া আটটি বিশেষ পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হলো। এগুলি না জানলে আপনারা ভবিষ্যতে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়বেন।
Table of Contents
১. প্যান কার্ড বাতিল।
ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে গ্রাহকদের বহুদিন ধরেই বলা হচ্ছে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য। এবং আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা ছিল ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত। বলা হয়েছিল যে, এই সময়ের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করলে 1 এপ্রিল তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে, এবং ভবিষ্যতে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে গ্রাহকদের।
যদি আপনারা এখনো পর্যন্ত লিঙ্ক না করিয়ে থাকেন, আপনারা ব্যাংকে টাকা তুলতে পারবেন না, টাকা জমা দিতে পারবেন না। এছাড়া আরো অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে।
২. সোনার গয়না কেনার নিয়মে বদল:
যখন খুশি মর্জি মতো যে কোনো রকম সোনা বিক্রি করতে পারবেন না ১ এপ্রিল থেকে। সোনা কেনাবেচা নিয়ে জালিয়াতি ক্রমশই বেড়ে চড়েছিল। এই জালিয়াতি বন্ধ করতে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি পন্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়ে দিয়েছে যে ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে হলমার্ক দেওয়া সোনার গয়না ছাড়া অন্য কোন রকম সোনার গয়না বিক্রি করা যাবে না।
যদি কেউ হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রয় করার চেষ্টা করে তাহলে সেটিকে বেআইনি কার্যকলাপ হিসেবে ধরা হবে।
৩. ডিম্যাট একাউন্ট, শেয়ার বাজারে লেনদেন বন্ধ হবে।
৩১ মার্চ ২০২৩ এর মধ্যে যেমন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর কথা বলেছিল কেন্দ্র সরকার, তেমনি ডিমাট একাউন্টে নমিনির নাম যুক্ত করার সময়সীমাও ছিল ৩১ মার্চ ২০২৩।
শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে ১ এপ্রিলের আগে যারা নমিনির নাম ডিমাট একাউন্টে যুক্ত করেননি, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে এবং এর ফলে তারা শেয়ার বাজারে কোন রকম লেনদেন করতে পারবেন না।
যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট বা SIP করেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য।
৪. বাড়বে গাড়ির দাম।
নতুন অর্থবর্ষে আমদানি করা যন্ত্রপাতি এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। এর ফলে প্রত্যেকটি গাড়ির দাম অন্তত ৫০ হাজার টাকা করে বাড়ানো হবে।
৫. জ্বালানির দাম বৃদ্ধি।
বিশ্ববাজারের বর্তমানে যা পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের দরুণ জ্বালানির দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী ১ এপ্রিল জ্বালানির দাম নতুন করে ঘোষণা করে পেট্রোলিয়াম সংস্থাগুলি।
জ্বালানির দাম বৃদ্ধি পেলে মধ্যবিত্ত মানুষের সংসার চালানোর খরচ অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৬. গ্যাসের দাম বৃদ্ধি।
গত মাসেই গ্যাসের দাম 50 টাকা বাড়ানো হয়েছে। আশঙ্কা করা যাচ্ছে যে ১ এপ্রিলের পর থেকে গ্যাসের দামও বাড়তে চলেছে।
আমদানি করা গ্যাসের ওপর কর না কমানোর দরুন গ্যাসের দাম কমবে বলে মনে হয় না। এর ফল ভোগ করবে সাধারণ মধ্যবিত্ত নাগরিকেরা।
৭. এপ্রিলে অর্ধেক দিন বন্ধ ব্যাঙ্ক
এপ্রিল মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছুটির তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে, নানারকম উৎসব অনুষ্ঠান মিলিয়ে মাসের ৩০ দিনের মধ্যে ৫০ দিন বন্ধ থাকবে বিভিন্ন ব্যাংকগুলি।
এজন্য আপনাদের ব্যাংকের কোন দরকারি কাজ থাকলে আগেভাগেই সেরে নিন, না হলে পরে সমস্যায় পড়বেন।
৮. বীমার প্রিমিয়ামে যুক্ত হচ্ছে কর:
বীমার প্রিমিয়ামে নতুনভাবে কর যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন এই নিয়মে সাধারন মানুষদের আতঙ্কিত হবার কোন কারণ নেই।
কোন বীমার প্রিমিয়াম যদি বছরে 5 লক্ষ টাকার বেশি হয় , সেই ক্ষেত্রেই দিতে হবে কর।