কলকাতা হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার স্থগিতাদেশ বাড়লো আগামী ৯ মার্চ পর্যন্ত।
কলকাতা হাইকোর্টের নির্দেশে বাড়ানো হলো পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election) ঘোষণার স্থগিতাদেশ। আগামী ৯ মার্চ পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত ডিসেম্বর মাসে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের পর্যবেক্ষণে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।
পঞ্চায়েতে নির্বাচন সংক্রান্ত শুভেন্দু অধিকারীর এই মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতেই ভোট এর দিন ঘোষণার উপর স্থগিতাদেশ বাড়ানো হলো ৯ মার্চ পর্যন্ত। স্থগিতাদেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। অবশ্য এই দিন মামলার শুনানির সময় শুভেন্দু অধিকারীর আইনজীবী হাইকোর্টে অনুপস্থিত ছিলেন।
শুভেন্দু অধিকারীর আইনজীবী দাবি করেছিলেন যে গত ২০১৩ সালে যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া হয়েছিল, সেটি কেন্দ্রীয় বাহিনীর পাহারায় সম্পূর্ণ হয়েছিল এবং গত ২১৮ সালে রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করানোর সময় বেলাগাম হিংসা হয়েছে রাজ্য জুড়ে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election West Bengal) প্রক্রিয়া সম্পূর্ণ করার আবেদন করেন তারা।
এই মামলায় নির্বাচন কমিশন (Election Commission) এর আইনজীবী আদালতের কাছে আবেদন করেছিলেন যাতে নির্বাচন প্রক্রিয়ার দিন ঘোষণা সম্পর্কিত কোন স্থগিতাদেশ ঘোষণা না করা হয়। তবে তাদের আবেদন শোনেনি হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার স্থগিতাদেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট।
এই দিন শারীরিক অসুস্থতার কারণে শুভেন্দু অধিকারীর আইনজীবী হাইকোর্টে উপস্থিত ছিলেন না এবং হাইকোর্টের তরফ থেকে আগামী ৯ মার্চ পর্যন্ত এই স্থগিতাদেশের কথা বলা হয়।